Thursday, December 18, 2025

আমি বাড়ি যাব: মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে মিমের বন্যা নেট দুনিয়ায়

Date:

Share post:

প্রায় সাড়ে তিন বছর পর পদ্ম ছেড়ে ঘাসফুলে ফিরলেন মুকুল রায় (Mukul Ray)। এই খবরে তোলপাড় বঙ্গ রাজনীতি। একই সঙ্গে তোলপাড় নেটমাধ্যমও। শুভ্রাংশুকে সঙ্গে তৃণমূলে মুকুলের প্রত্যাবর্তনে মিমে ছয়লাপ ভার্চুয়াল ওয়ার্ল্ড। তাতে মুকুলের পাশাপাশি বাদ পড়েননি অমিত শাহও (Amit Shah)।

মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা ছিল। বিশেষ করে, মুকুল-জায়াকে দেখতে তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হাসপাতালে যাওয়ার পরে। সেইসময় প্রকাশ্যেই অভিষেকের সেই সৌজন্য ও আন্তরিকতার প্রশংসা করেন শুভ্রাংশু রায়। শুক্রবার দুপুরে সপুত্র তৃণমূলে যোগ দেন মুকুল রায়। আর সেই থেকেই মিমের বন্যা বইতে শুরু হয় নেট দুনিয়ায়।

সবচেয়ে বেশি ভাইরাল (Viral) হয়েছে যে মিমটি, সেটি হল, ‘সোনার কেল্লা’-র শেষ দৃশ্য। ছোট্ট মুকুলের ছবি এবং সংলাপ, ‘‘আমি বাড়ি যাব।’’ মুকুল রায়ের প্রত্যাবর্তনে সামান্য রদবদল ঘটিয়ে ফিরে আরও একটি মিম নজরে পড়েছে, যাতে প্রশ্ন করা হয়েছে, ‘মুকুল তুমি ফিরলে কেন?’ উত্তর এসেছে, ‘ওটা দুষ্টু লোক।’

 

বুধবারই, ব্যক্তিগত জীবন নিয়ে বোমা ফাটিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। জানিয়েছেন, নিখিল জৈনকে তিনি বিয়ে করেননি, তাঁর সঙ্গে ‘লিভ ইন’ করেছিলেন, সুতরাং বিবাহবিচ্ছেদের প্রশ্নই আসে না। সেই সূত্রে একটি মিম তৈরি হয়েছে। সেই বক্তব্য থেকে শব্দবন্ধ ধার করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের ওয়ালে লিখেছেন, “বিজেপিতে আমি যোগ দিইনি। লিভ-ইন করছিলাম। বিজেপি ছাড়ার কোন প্রশ্নই আসে না
– ইতি মুকুল রায়”।


কোনটায় আবার দেখা যাচ্ছে আকাশ থেকে সারিবদ্ধ তৃণমূলের প্রতীক লাগানো হেলিকপ্টার ল্যান্ড করছে সঙ্গে লেখা করছে। লেখা রয়েছে, “মুকুল রায়ের ছেলেরা ফিরছে”।

অমিত শাহর হাত ধরেই বিজেপিতে গিয়েছিলেন মুকুল। একটি মিমে দেখা যাচ্ছে অমিত শাহর কাঁধে হাত রেখে মুকুল রায় বলছেন, “আপনার সঙ্গে একটু রসিকতা করলাম”। মুকুল রায়ের তৃণমূলের ফেরা রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ একদিকে যেমন তার কাটাছেড়া চলছে, তেমনি নেট দুনিয়া মেতে রয়েছে তারপর তো ছেড়ে ঘাসফুলে প্রত্যাবর্তন নিয়ে তৈরি এমনই সব ভাইরাল মিম-এ।

আরও পড়ুন- মুকুল রায়ের দলবদলকে কার্যত উপেক্ষা করলেন দিলীপ ঘোষ

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...