Sunday, January 11, 2026

আমি বাড়ি যাব: মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে মিমের বন্যা নেট দুনিয়ায়

Date:

Share post:

প্রায় সাড়ে তিন বছর পর পদ্ম ছেড়ে ঘাসফুলে ফিরলেন মুকুল রায় (Mukul Ray)। এই খবরে তোলপাড় বঙ্গ রাজনীতি। একই সঙ্গে তোলপাড় নেটমাধ্যমও। শুভ্রাংশুকে সঙ্গে তৃণমূলে মুকুলের প্রত্যাবর্তনে মিমে ছয়লাপ ভার্চুয়াল ওয়ার্ল্ড। তাতে মুকুলের পাশাপাশি বাদ পড়েননি অমিত শাহও (Amit Shah)।

মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা ছিল। বিশেষ করে, মুকুল-জায়াকে দেখতে তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হাসপাতালে যাওয়ার পরে। সেইসময় প্রকাশ্যেই অভিষেকের সেই সৌজন্য ও আন্তরিকতার প্রশংসা করেন শুভ্রাংশু রায়। শুক্রবার দুপুরে সপুত্র তৃণমূলে যোগ দেন মুকুল রায়। আর সেই থেকেই মিমের বন্যা বইতে শুরু হয় নেট দুনিয়ায়।

সবচেয়ে বেশি ভাইরাল (Viral) হয়েছে যে মিমটি, সেটি হল, ‘সোনার কেল্লা’-র শেষ দৃশ্য। ছোট্ট মুকুলের ছবি এবং সংলাপ, ‘‘আমি বাড়ি যাব।’’ মুকুল রায়ের প্রত্যাবর্তনে সামান্য রদবদল ঘটিয়ে ফিরে আরও একটি মিম নজরে পড়েছে, যাতে প্রশ্ন করা হয়েছে, ‘মুকুল তুমি ফিরলে কেন?’ উত্তর এসেছে, ‘ওটা দুষ্টু লোক।’

 

বুধবারই, ব্যক্তিগত জীবন নিয়ে বোমা ফাটিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। জানিয়েছেন, নিখিল জৈনকে তিনি বিয়ে করেননি, তাঁর সঙ্গে ‘লিভ ইন’ করেছিলেন, সুতরাং বিবাহবিচ্ছেদের প্রশ্নই আসে না। সেই সূত্রে একটি মিম তৈরি হয়েছে। সেই বক্তব্য থেকে শব্দবন্ধ ধার করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের ওয়ালে লিখেছেন, “বিজেপিতে আমি যোগ দিইনি। লিভ-ইন করছিলাম। বিজেপি ছাড়ার কোন প্রশ্নই আসে না
– ইতি মুকুল রায়”।


কোনটায় আবার দেখা যাচ্ছে আকাশ থেকে সারিবদ্ধ তৃণমূলের প্রতীক লাগানো হেলিকপ্টার ল্যান্ড করছে সঙ্গে লেখা করছে। লেখা রয়েছে, “মুকুল রায়ের ছেলেরা ফিরছে”।

অমিত শাহর হাত ধরেই বিজেপিতে গিয়েছিলেন মুকুল। একটি মিমে দেখা যাচ্ছে অমিত শাহর কাঁধে হাত রেখে মুকুল রায় বলছেন, “আপনার সঙ্গে একটু রসিকতা করলাম”। মুকুল রায়ের তৃণমূলের ফেরা রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ একদিকে যেমন তার কাটাছেড়া চলছে, তেমনি নেট দুনিয়া মেতে রয়েছে তারপর তো ছেড়ে ঘাসফুলে প্রত্যাবর্তন নিয়ে তৈরি এমনই সব ভাইরাল মিম-এ।

আরও পড়ুন- মুকুল রায়ের দলবদলকে কার্যত উপেক্ষা করলেন দিলীপ ঘোষ

 

spot_img

Related articles

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...