বৃষ্টি মাথায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করেই আবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সব ঠিক থাকলে ২১ জুন শিলিগুড়ি (Siliguri) পৌঁছবেন তিনি। থাকবেন চারদিন। ২৪ জুন বিকেলে কলকাতা ফেরার কথা তাঁর।

এর আগেও বহুবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের (Tmc) বিপুল জয়ের পরেও উত্তরবঙ্গের ফল তেমন আশানুরূপ নয়। এই পরিস্থিতিতে সম্প্রতি একটি আশঙ্কার খবর সামনে এসেছে। উত্তরবঙ্গের বিজেপির (Bjp) সাংসদ ও বিধায়করা সমগ্র উত্তরবঙ্গ নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল করার আর্জি জানিয়েছেন কেন্দ্রকে। বিজেপির এই বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইতিমধ্যেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে তাঁর উত্তরবঙ্গ সফরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 

 

Previous articleফুঁসছে বিজেপি, আজ বিকেলে দু’দফায় বৈঠকে হেস্টিংসে শিবপ্রকাশ
Next articleধনকড় বিদায় আসন্ন ? দিল্লিতে তুমুল জল্পনা