Saturday, August 23, 2025

যোগীরাজ্যে বৃদ্ধ নিগ্রহের ঘটনায় টুইট করার জেরে মামলা অভিনেত্রী স্বরার বিরুদ্ধে

Date:

Share post:

উত্তরপ্রদেশের(Uttar Pradesh) গাজিয়াবাদে এক মুসলিম বৃদ্ধকে মারধর ও জোর করে দাড়ি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ৬ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল শুরু হয় প্রশ্ন ওঠে যোগীরাজ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিবর্তে এবার এই ঘটনা টুইট করার অভিযোগে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের(Swara Bhaskar) বিরুদ্ধে দায়ের করা মামলা। অভিনেত্রীর পাশাপাশি টুইটারের(Twitter) ভারতের ম্যানেজিং ডিরেক্টর সহ আরও দুইজনের নামে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। অবশ্য টুইটারের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করেছিল উত্তরপ্রদেশ পুলিশ(Uttar Pradesh Police)।

উল্লেখ্য, সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক বৃদ্ধ মুসলিমকে মারধরের পাশাপাশি জোর করে দাড়ি কেটে দেয় ছয় যুবক। একই সঙ্গে ওই বৃদ্ধের অভিযোগ তাকে জোর করে ‘জয় শ্রীরাম’ ও ‘বন্দেমাতরম’ বলতে বাধ্য করা হয়। আব্দুল সামাদ নামে ওই বৃদ্ধের ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই প্রশ্নের মুখে পড়ে উত্তরপ্রদেশ প্রশাসন। যদিও পুলিশের তরফে জানানো হয়, ওই বৃদ্ধ নকল তাবিজ বিক্রি করায় তাকে মারধর করেছে ৬ জন। ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো যোগ নেই। কিন্তু বৃদ্ধ স্পষ্ট জানিয়েছেন, তিনি কখনো কোনদিন তাবিজ বিক্রি করেননি।

আরও পড়ুন:দলীয় বিধায়কদের মাসিক চাঁদা দ্বিগুণ করল তৃণমূল

টুইটারের আইনি সুরক্ষা উঠে যাওয়ার ফলে এই ঘটনায় উত্তর প্রদেশ পুলিশের তরফে টুইটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল আগেই। এবার দিল্লি পুলিশের কাছে ও টুইটের মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। অভিযোগ তোলা হয়, ঘটনার সত্যতা যাচাই না করেই টুইট করে সাম্প্রদায়িকতায় উস্কানি দিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর, সাংবাদিক আরফা খানুম, আসিফ খানরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোন এফআইআর দায়ের করা হয়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...