কোভ্যাকসিন নিয়ে বিদেশ যেতে সমস্যা: প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের আর্জি মুখ্যমন্ত্রীর

বুধবারই জানিয়েছিলেন কোভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাবেন। বৃহস্পতিবার, নরেন্দ্র মোদিকে এ বিষয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের বৈঠকে তিনি জানান, “কোভ্যাকসিন (Covaccine) নিলে সেই সার্টিফিকেট বিদেশে গ্রাহ্য হচ্ছে না। ফলে বিদেশ যেতে সমস্যায় পড়ছেন পড়ুয়ারা। বিভিন্ন কাজে যারা বিদেশে যেতে চান তারাও ভ্যাকসিন নিলে ছাড়পত্র পাচ্ছেন না। এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অবিলম্বে হস্তক্ষেপের অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন মমতা।

এরপরে বিষয় নিয়ে টুইট (Twitte) করেন মুখ্যমন্ত্রী। সেখানেও তিনি লেখেন, ভ্যাকসিন নিয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে সমস্যায় পড়ছেন পড়ুয়ারা। কারণ কোভ্যাকসিনের অনুমতি দেয়নি হু (Who)। এই পরিস্থিতিতে কোভ্যাকসিনের সার্টিফিকেট যাতে সারা বিশ্বে গৃহীত হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করুন বলে আর্জি জানিয়েছেন মমতা।

আরও পড়ুন:পিএসি চেয়ারম্যান পদে মুকুলকে আমরা সমর্থন করব : মুখ্যমন্ত্রী

 

Previous articleপিএসি চেয়ারম্যান পদে মুকুলকে আমরা সমর্থন করব : মুখ্যমন্ত্রী
Next articleকোভিডের সমস্ত রূপের সাথে লড়তে শীঘ্রই আসছে ‘সেকেন্ড জেনারেশন’ ভ্যাকসিন