ইশান্ত শর্মার চোট গুরুতর নয়, জানালেন বিসিসিআইয়ের এক কর্তা

ইশান্ত শর্মার( ishant sharma) চোট গুরুতর নয়, জানালেন বিসিসিআইয়ের( bcci) এক কর্তা। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ( world test championship final) খেলার সময় হাতে চোট পান ইশান্ত। হাতে একাধিক সেলাইও পরে তাঁর। এরপরই জল্পনা শুরু হয় যে ইংল‍্যান্ড সিরিজে ইশান্তকে পাওয়া যাবে কিনা। সেই জল্পনার অবসান ঘটল শুক্রবার। ইশান্তের চোট অত গুরুতর নয়, এদিন এক সংবাদমাধ্যমকে এমনটাই বললেন, বিসিসিআইয়ের সেই কর্তা।

এদিন সংবাদমাধ্যমকে সেই কর্তা বলেন,”দশ দিনের মধ্যে সেলাই কাটা হবে। ইংল্যান্ড সিরিজের আগে এখনও ৬ সপ্তাহ বাকি। তার আগেই ইশান্ত সুস্থ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।”

নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় হাতে চোট পান ইশান্ত। ডান হাতে  চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। এদিকে বৃহস্পতিবার সাউদাম্পটন থেকে লন্ডন উড়ে গিয়েছে ভারতীয় দল।

আরও পড়ুন:ইউরো কাপের খেলা দেখতে গিয়ে করোনায় আক্রান্ত সমর্থকরা

 

Previous articleকরোনাকালে প্রয়োজনের তুলনায় চারগুণ বেশি অক্সিজেন চায় দিল্লি, বলছে রিপোর্ট
Next articleফের ভরা কোটাল, উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতামূলক প্রচার প্রশাসনের