লোকাল ট্রেন চালু করতে হাওড়া DRM-কে আবেদন লকেটের

করোনা পরিস্থিতিতে রাজ্যে আপাতত বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। এই অবস্থায় লোকাল ট্রেন চালানোর দাবিতে বৃহস্পতিবার অবরোধ করা হয় সোনারপুর, মল্লিকপুর প্রভৃতি স্টেশনে। এবার রাজ্যে লোকাল ট্রেন চালানোর দাবি জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (locket Chatterjee)। এই মর্মে শুক্রবার হাওড়া ডিভিশনের DRM-এর সঙ্গে দেখা করে আবেদনপত্র জমা দেন।

শুক্রবার লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee) দেখা করেন হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলার সঙ্গে। ডিআরএমের অফিসে লোকাল ট্রেন চালানোর জন্য লিখিত আবেদন করেন। লকেটের দাবি, করোনার জন্য লোকাল ট্রেন বন্ধ রয়েছে। কেবলমাত্র স্টাফ স্পেশ্যাল ট্রেন চলছে। তাতে সাধারণ মানুষ উঠতে পারছেন না। তারপর আবার বাসও বন্ধ। ফলে নিত্যযাত্রীদের অফিস যেতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এমনিতেই করোনার ফলে মানুষের রুজি-রোজগারে টান পড়েছে, কমছে আয়ও। তার ওপর অতিরিক্ত খরচ করে অফিসে যেতে হচ্ছে। ফলে সাধারণ মানুষ আরও বিপাকে পড়ছেন। যদিও রাজ্য সরকার সূত্রে খবর এখনই লোকাল ট্রেন চালু করার কথা ভাবছে না সরকার।

আরও পড়ুন- ভাঙা হল ভুয়ো আইএএস-এর নাম দেওয়া বিতর্কিত ফলক

 

Previous articleলালরামচুল্লোভাকে সই করাল সাদা-কালো ব্রিগেড
Next articleবৃহত্তর ষড়যন্ত্র খুঁজতে দেবাঞ্জন কাণ্ডে সিট গঠন করল লালবাজার