দিল্লির এইমস -এ আগুন, হতাহতের কোনও খবর নেই

দিল্লির এইমস হাসপাতালে ( Delhi AIIMS Hospital) আগুন। সোমবার ভোর পাঁচটা নাগাদ এই অগ্নিকাণ্ডের (fire at AIIMS) ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। প্রাণহানির কোন খবর এখনো পর্যন্ত মেলেনি। দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে দিল্লির এইমস হাসপাতালে আগুন লাগে। স্টোররুমের ভেতরে আগুন লাগে। কী কারনে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ভরে যায় গোটা হাসপাতাল চত্বর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টোর রুম থেকে নাকি বিদ্যুতের ঝলকানি দিতেও দেখা গেছে। ভয় পেয়ে সকলেই ঘটনাস্থল ছেড়ে দৌড়ে বাইরে চলে আসেন। খবর যায় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালের রোগীদের অত্যন্ত সাবধানতার সঙ্গে বাইরে বের করে আনা হয়। এখনো পর্যন্ত প্রায় হামির কোন খবর আসেনি। দমকলের ছটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে জানা গিয়েছে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কী কারনে এই আগুন লাগল তার জানতে তদন্ত শুরু হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র আছে নাকি শুধুই দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Previous articleবিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি নিয়ে বিজেপির সুরেই প্রতিবাদ বিকাশ ভট্টাচার্যের
Next articleহ্যাজার্ডের গোল ছিটকে দিল পর্তুগালকে, ইউরোকে চিরবিদায় কিংবদন্তি রোনাল্ডোর