মঙ্গলবার ইউরো কাপে শেষ ষোলোর হাইভল্টেজ ম‍্যাচে ইংল‍্যান্ডের মুখোমুখি জার্মানি

মঙ্গলবার ইউরো কাপে( euro cup) শেষ ষোলোর হাইভল্টেজ ম‍্যাচে ইংল‍্যান্ডের( England ) বিরুদ্ধে খেলতে নামছে জার্মানি( Germany)। শেষ ম‍্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সাউথগেটের দল। ওপর দিকে ইংল‍্যান্ডের বিরুদ্ধে জিতে শেষ আটের টিকিট পাকা করতে মরিয়া মুলররা।

পরিসংখ্যান বলছে জার্মানি প্রতিপক্ষ হিসাবে শক্তগাট ইংল‍্যান্ডের কাছে। তাই মঙ্গলবারের ম‍্যাচ খুব সহজ হবে না তা ভালই বুঝতে পারছে ফুটবলপ্রমীরা। গ্রুপ লিগে শেষ ম‍্যাচে ড্র করেছিল জোয়াকিমলোর দল। তাই শেষ ষোলোর লড়াইয়ে যে ইংল‍্যান্ডের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণে ঝাপাবে জার্মানরা তা, ভালই বুঝতে পারছেন ইংল‍্যান্ড কোচ সাউথগেট। তাই সাংবাদিক সম্মেলনে এসে নিজেদের ম‍্যাচে এগিয়ে যাওয়ার কথাই বললেন তিনি।

এদিন তিনি বলেন,” গত দু’বছরে এই ছেলেরা দুর্দান্ত সব ম্যাচ খেলেছে। অনেক ইতিহাস তৈরি করেছে। এতদিন পর্যন্ত মাত্র একবার ইউরোতে নক-আউটের ম্যাচ জিতেছি আমরা। তাই ওদের কাছে ইতিহাস তৈরির দারুণ সুযোগ রয়েছে। জার্মান ভাল খেলছে। তবে আমরা আমেদের খেলাটা চালিয়ে যেতে চাই।”

এদিকে ইংল‍্যান্ডের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়তে চাইছেন মুলার। এদিন তিনি বলেন,” ইংল‍্যান্ড ভাল খেলছে। তবে আমরাও তৈরি। আমাদের পরিকল্পনা এখনই বলতে চাইনা। মাঠে লড়াই হবে।”

আরও পড়ুন:টানটান ম‍্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট পাকা করল স্পেন

 

Previous article৩১ জুলাইয়ের মধ্যে রাজ্যগুলিকে চালু করতে হবে ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প: সুপ্রিম কোর্ট
Next articleমিঠুনকে ফের দীর্ঘ জেরা মানিকতলা থানার