Sunday, August 24, 2025

ড্রোন হামলার পর শাহ, রাজনাথ ও ডোভালের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক মোদির

Date:

Share post:

জম্মুতে(Jammu) ভারতীয় সেনার(Indian army) এয়ারবেসে(air base) জঙ্গিদের(terrorist) ড্রোন হামলার ঘটনার পর নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগ। এই পরিস্থিতির মাঝেই মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের(Ajit Doval) সঙ্গে হাইভোল্টেজ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জম্মুতে হামলার দুদিন পর প্রধানমন্ত্রী এই বৈঠক জম্মু ইস্যুতেই বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সূত্রের খবর, এই বৈঠকে আগামী দিনে প্রতিরক্ষা ক্ষেত্রে যেকোনো চ্যালেঞ্জ সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে আধুনিক উপকরণের সজ্জিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার রাতে জম্মুর এয়ারফোর্স স্টেশনে ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। রাত্রি ১:৩৭ নাগাদ ঘটে প্রথম বিস্ফোরণ। এর ঠিক ৫ মিনিট পর ফের দ্বিতীয় বিস্ফোরণ ঘটানো হয় ১:৪২ মিনিট নাগাদ। যদিও এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বায়ু সেনা ঘাঁটিতে এই ধরনের হামলা মোটেই সামান্য হিসেবে দেখছে না কেন্দ্র। ইতিমধ্যেই এই বিষয়টি তুলে ধরা হয়েছে রাষ্ট্রপুঞ্জের মত মঞ্চেও। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করছে এনআইএ।

আরও পড়ুন:১৯ জুলাই থেকে ১৩ অগাস্ট পর্যন্ত হতে পারে সংসদের বাদল অধিবেশন, সুপারিশ কমিটির

এই হামলার প্রাথমিক তদন্তের পর জম্মু-কাশ্মীর পুলিশের তরফে দাবি করা হয়েছে, গোটা ঘটনায় পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হাত থাকতে পারে। এবং জঙ্গিদের লক্ষ্য ছিল বায়ু সেনা ঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ও যুদ্ধবিমানকে ক্ষতিগ্রস্ত করা। যদিও সেই লক্ষ্য সফল হয়নি জঙ্গিদের। এহেন পরিস্থিতির মাঝেই মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সঙ্গে মোদির বৈঠক নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...