ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের( Euro cup) শেষ ষোলোর ইংল্যান্ড( England ) বনাম জার্মানির ( Germany )ম্যাচ দেখতে গিয়ে ছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ( Rishabh panth)। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর ২০ দিনের কোয়ারেন্টাইন পর্ব থেকে ছুটিতে আছে ভারতীয় দল। এই মুহুর্তে বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কে রাহানেরা পরিবারের সঙ্গে যে যার মতন সময় কাটাচ্ছেন। ঋষভ এই ছুটিটি ভাল মতন উপভোগ করেছেন। মঙ্গলবার ছিল ইউরোর শেষ ষোলোর ইংল্যান্ড বনাম জার্মানির ম্যাচ। সেই ম্যাচ বন্ধুদের সঙ্গে দেখতে যান পন্থ।

সোশ্যাল মিডিয়ায় পন্থ লেখেন,”দারুণ উপভোগ্য ফুটবল ম্যাচ দেখলাম।”

Good experience watching ⚽️. 🏴 vs 🇩🇪 pic.twitter.com/LvOYex5svE
— Rishabh Pant (@RishabhPant17) June 30, 2021
আরও পড়ুন:খেলরত্নের জন্য মনোনীত হলেন মিতালি, অশ্বিন, সুনীলের নাম প্রস্তাব এআইএফএফের