চোটের কারনে ইংল্যান্ড( England ) সিরিজ থেকে ছিটকে গেলেন শুভমন গিল( shubman gill)। পায়ের চোটের কারণে ৮ সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন তিনি। তরুণ ভারতীয় ওপেনারকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে বিরাট কোহলিদের( virat kohli)।

চোট গুরুতর। প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন শুভমন। তাঁর পরিবর্তে আসন্ন ইংল্যান্ড সিরিজে রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবেন ? তা নিয়ে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে। যদিও ভারতীয় দলে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল এবং লোকেশ রাহুল। মনে করা হচ্ছে তাঁদের দুই জনের মধ্যে থেকেই কাউকে বেছে নেবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
এদিন এক সংবাদসংস্থা জানিয়েছে,” নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে খেলার সময় পায়ের হারে চোট পেয়েছিলেন শুভমন। সেই চোট সারাতে আট সপ্তাহ সময় লাগবে তাঁর।”

আরও পড়ুন:মেসির সঙ্গে চুক্তি হল না বার্সেলোনার, বার্সায় মেসি যুগের অবসান? জল্পনা তুঙ্গে
