মানসিক রোগীদের জন্যও কেন্দ্রকে টিকাকরণের ব্যবস্থা করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court

করোনার(covid) দ্বিতীয় ঢেউ ক্রমশ সামলে উঠছে দেশ। তবে চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে এবার মানসিক চিকিৎসা কেন্দ্রে যারা ভর্তি রয়েছেন তাদের দ্রুত করোনা পরীক্ষা ও টিকাকরণের ব্যবস্থা করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। মঙ্গলবার এই মর্মে কেন্দ্রীয় সরকারকে(central government) নির্দেশ দেয় বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের মানসিক চিকিৎসা কেন্দ্রগুলি থেকে রোগীদের ভিখিরিদের থাকার হোমে স্থানান্তরিত করেছিল সরকার। বিষয়টি নজরে আসে সুপ্রিম কোর্টের। এরপরই আদালতের তরফে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয় মানসিক হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে ভর্তি থাকা রোগীদের করোনা পরীক্ষা ও টিকাকরণের ব্যবস্থা করার। বিচারপতিদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়, ‘সামাজিক ন্যায় বিচার দফতর যেন দ্রুত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে আলোচনা করে এবং কীভাবে প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে মানসিক চিকিৎসাধীন ব্যক্তিদের টিকাকরণ করানো যায়, সেই বিষয়ে সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করে সরকার’।

 

Previous articleত্রিপুরায় বেড়েই চলেছে করোনার দৈনিক সংক্রমণ
Next articleচোখের জলে নয়, দিলীপের কপালে চুম্বন এঁকে স্বামীকে চির বিদায় জানালেন সায়রা