Tuesday, November 25, 2025

ব্যাপক সাড়া! ১০ দিনে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য জমা পড়ল ২৫ হাজারেরও বেশি আবেদন

Date:

Share post:

নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে মরিয়া রাজ্যের শাসকদল। ৩০ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনের কথা ঘোষণা করেছিলেন। আর মাত্র ১০ দিনেই মোট ২৫,৮৪৭টি আবেদন জমা পড়েছে। প্রায় ১৩৫৫ কোটি টাকার ঋণ চেয়ে এই রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে বলে খবর। মোট আবেদনকারীর মধ্যে ছাত্র রয়েছেন ১৬,৩৮৪ জন। ছাত্রীর সংখ্যা ৯,৪৬১।
তবে শুধু পড়ুয়ারাই নন, উচ্চ শিক্ষার জন্য রাজ্যের বাইরে পাঠরত ছাত্র-ছাত্রীরাও আবেদন করেছেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। শুধু দেশে নয়, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। ৪০ বছর বয়স পর্যন্ত এই ঋণ নেওয়া যাবে। ১৫ বছর ধরে সেই ঋণ পড়ুয়ারা শোধ করতে পারবেন তাঁরা। গত ৩০ জুন স্টুডেন্ট কার্ডের আবেদনের কথা ঘোষণা করার পাশাপাশি এই প্রকল্পের লক্ষ্য প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিভাবকদের আর ছেলেমেয়ের ভবিষ্যত নিয়ে চিন্তা করতে হবে না। প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে। সে কারণেই আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছি।”
জানা গিয়েছে, কার্ডের জন্য আবেদন জমা পড়ার পর, এই সকল পড়ুয়াদের আপলোড করা মার্কশিট, সার্টিফিকেট স্ক্রুটিনি করে দেখবে শিক্ষা দফতর। তথ্য যাচাই সম্পন্ন হলেই, সেগুলো ব্যাঙ্কের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি যে শিক্ষা প্রতিষ্ঠানে কোর্সের জন্য আবেদন করছেন পড়ুয়ারা, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কেও খোঁজ নেওয়া হবে শিক্ষা দফতরের পক্ষ থেকে। এরপরই ব্যাঙ্ক থেকে সরাসরি সেই টাকা পৌঁছে যাবে শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বা উক্ত আবেদনকারী পড়ুয়ার অ্যাকাউন্টে।

spot_img

Related articles

ভেঙে পড়ল হাসপাতালে ছাদ! হায়দরাবাদে বড় দুর্ঘটনা, ধ্বংসস্তূপের নিচে ৪ শ্রমিক

হায়দরাবাদের সানাতনগরে ইএসআই হাসপাতালে (Hyderabad esi hospital news) বড় দুর্ঘটনা। মেরামতির কাজের জন্য লাগানো লোহার ফ্রেম এবং কংক্রিটের...

সান্দাকফুতে ঘুরতে গিয়ে অঘটন, শ্বাসকষ্টের ফলে মৃত্যু যাদবপুরের পর্যটকের

পাহাড়ে ঘোরার স্বপ্নপূরণ নিমেষে পরিণত হল দুঃস্বপ্নে। সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু হল যাদবপুরের (Jadavpur resident) মহিলার। জানা গিয়েছে...

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা মাঝেই রাজ্যে কমল উষ্ণতার পারদ 

দক্ষিণ আন্দামান সাগরে তৈরি গভীর নিম্নচাপের ঘূর্ণিঝড়ে (SENYAAR Cyclone) পরিণত হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল। তার...

এসআইআরের প্রতিবাদে আজ ঠাকুরনগরে পদযাত্রা-সভা মুখ্যমন্ত্রীর 

অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) আতঙ্কে রাজ্যে বাড়ছে মৃত্যু, প্রতিবাদে সরব হচ্ছেন সাধারণ...