ফের নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ,চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

প্রতিনিয়তই ওঠানামা করছে দেশের দৈনিক সংক্রমণের কোভিড গ্রাফ। টানা কয়েকদিন সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ার পর ফের সামান্য কমল দৈনিক সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন। শনিবারের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও এখনও তা ৯০০-এর কাছেই। গত ২৪ ঘণ্টায় করোনায় বলি হয়েছেন ৮৯৫ জন।

তবে সুস্থতার ধারা এখনও অব্যাহতই রয়েছে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার ৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এই মূহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫৪ হাজার ১১৮ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে , এইনিয়ে রবিবার পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লক্ষ ৩৭ হাজার ২২২।এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৪০ জনের। পাশাপাশি জোরকদমে চলছে টিকাকরণ কর্মসূচি। তৃতীয় ঢেউ রুখতে টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। রবিবার পর্যন্ত দেশে মোট ৩৭ কোটি ৬০ লক্ষ ৩২ হাজার ৫৮৬ জন টিকা পেয়েছেন।