ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ১৩৪ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫২,৯০৪.০৫ (⬆️ ০.২৫%)

🔹নিফটি ১৫,৮৫৩.৯৫ (⬆️ ০.২৬%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। বুধবার এক ধাক্কায় ১৩৪ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৪১ পয়েন্ট।

আরও পড়ুন:পাকিস্তানে বাসের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ, ৯ চিনা নাগরিকসহ মৃত অন্তত ১৩

বুধবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ১৩৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১৩৪.৩২ পয়েন্ট বা ০.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৯০৪.০৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ৪১.৬০ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৮৫৩.৯৫।

 

Previous articleএকসঙ্গে ১১ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের
Next articleখাঁচায় বন্দি কৈশোর! সরকারি সাহায্যের আশায় অসহায় পরিবার