30 জুলাই পর্যন্ত রাজ্যে বহাল বিধিনিষেধ, একনজরে নয়া নির্দেশিকা

15 জুলাই পর্যন্ত রাজ্যে বিধি-নিষেধ জারি ছিল। তারপর কী হবে? এই নিয়ে আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। 14 জুলাই বিকেলেই নবান্ন থেকে নির্দেশিকা (Guidelines) জারি করে জানানো হল কিছু নিয়ম শিথিল করে 30 জুলাই পর্যন্ত রাজ্যে বহাল থাকবে বিধিনিষেধ। এর মধ্যে উল্লেখযোগ্য হল, 16 তারিখ থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে মেট্রো (Metro) রেল। তবে এখনই চলবে না লোকাল ট্রেন (Local Train)।

একনজরে দেখে নেওয়া যাক কী কী রয়েছে নয়া নির্দেশিকায়

• সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হল মেট্রো

• 16 জুলাই থেকে সোম থেকে শুক্র 50% যাত্রী নিয়ে চলবে মেট্রো

• এখনই চলবে না লোকাল ট্রেন

• বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল

• রাজ্য ও জাতীয় স্তরের প্রশিক্ষণের জন্য সুইমিংপুল 6টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকবে

• বিয়েবাড়িতে 50 জনের বেশি আমন্ত্রিত নয়

• সকাল 10 টা থেকে 3 টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক

বাকি নিষেধাজ্ঞা ও ছাড় আগে যা ছিল তাই থাকবে। প্রত্যেক রাজ্যবাসীকে কোভিড বিধি মেনে চলতে বলা হয়েছে।

 

Previous articleগেরুয়া আকাশে সূর্যাস্তের মুখে দিলীপ! রাজ্য বিজেপি সভাপতির কাশ্মীর সফর নিয়ে জোর চর্চা
Next articleঈদের কারণে বাংলাদেশে চলা কঠোর বিধিনিষেধ শিথিল