Wednesday, August 20, 2025

‘নিরুদ্দেশ’ বিধায়ককে খুঁজে দিলেই ‘ফ্রিতে সেলফি’‌, হিরণ নিখোঁজে খড়গপুরে পোস্টার

Date:

Share post:

ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক। কিন্তু ভোট মিটতেই নাকি ‘নিরুদ্দেশ’ খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ। কোথায় গেলেন খড়গপুর সদরের তারকা বিধায়ক? এই প্রশ্ন ঘিরে সরগরম খড়গপুর শহরের তালবাগিচা এলাকা। বিধায়কের নামে একাধিক পোস্টার পড়ল এলাকায়। পোস্টারে লেখা হয়েছে, ‘বিধায়ক নিরুদ্দেশ, খুঁজে পেতে সাহায্য করুন’। অন্য একটি পোস্টারে লেখা রয়েছে, বিধায়ককে খুঁজে দিলেই মিলবে সেলফি তোলার সুযোগ।

একুশের নির্বাচনে খড়্গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হন অভিনেতা হিরণ৷ ভোটের পরে খড়্গপুরে বেশি সময় কাটানোর বলেছিলেন তিনি৷ কিন্তু বেশ কয়েকদিন ধরে এলাকায় বিধায়কের কোনেও দেখা নেই। কোথায় বিধায়ক খুঁজছেন খড়্গপুর শহরের মানুষজন। কার্যত এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর শহরের তাল বাগিচা এলাকায়। কোনও পোস্টারে অভিযোগ করা হয়েছে, বিধায়ক নিরুদ্ধেশ, খুঁজে পেতে সাহায্য করুন৷ আবার কোনও পোস্টারে কটাক্ষ করা হয়েছে, নিখোঁজ বিধায়ককে খুঁজে দিতে পারলে তাঁর সঙ্গেই সেলফি তোলার সুযোগ মিলবে।

বিজেপি এই পোস্টারের জন্য আঙুল তুলেছে তৃণমূলের দিকে। পাল্টা তৃণমূলের তরফে খড়গপুর শহরের যুব তৃণমূল সভাপতি অসিত পাল বলেন, ‘‌পোস্টারে কোনও দল বা কারও নাম নেই। আমরাও এটা দেখলাম। কারা পোস্টার লাগিয়েছে আমরা জানি না।’‌

যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন বিধায়ক হিরণ। তাঁর দাবি, বিধানসভার অধিবেশন চলায় তিনি খড়গপুরের বাইরে রয়েছেন৷ একই সঙ্গে হিরণের দাবি, খড়গপুরের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। পাল্টা এই কাজের জন্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন হিরণ। তাঁর দাবি, ‘আমি খড়্গপুরের জন্যই কাজ করছি।’

আরও পড়ুন- রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী অর্থনীতিবিদ অভিরূপ সরকার?

spot_img

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...