‘নিরুদ্দেশ’ বিধায়ককে খুঁজে দিলেই ‘ফ্রিতে সেলফি’‌, হিরণ নিখোঁজে খড়গপুরে পোস্টার

ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক। কিন্তু ভোট মিটতেই নাকি ‘নিরুদ্দেশ’ খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ। কোথায় গেলেন খড়গপুর সদরের তারকা বিধায়ক? এই প্রশ্ন ঘিরে সরগরম খড়গপুর শহরের তালবাগিচা এলাকা। বিধায়কের নামে একাধিক পোস্টার পড়ল এলাকায়। পোস্টারে লেখা হয়েছে, ‘বিধায়ক নিরুদ্দেশ, খুঁজে পেতে সাহায্য করুন’। অন্য একটি পোস্টারে লেখা রয়েছে, বিধায়ককে খুঁজে দিলেই মিলবে সেলফি তোলার সুযোগ।

একুশের নির্বাচনে খড়্গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হন অভিনেতা হিরণ৷ ভোটের পরে খড়্গপুরে বেশি সময় কাটানোর বলেছিলেন তিনি৷ কিন্তু বেশ কয়েকদিন ধরে এলাকায় বিধায়কের কোনেও দেখা নেই। কোথায় বিধায়ক খুঁজছেন খড়্গপুর শহরের মানুষজন। কার্যত এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর শহরের তাল বাগিচা এলাকায়। কোনও পোস্টারে অভিযোগ করা হয়েছে, বিধায়ক নিরুদ্ধেশ, খুঁজে পেতে সাহায্য করুন৷ আবার কোনও পোস্টারে কটাক্ষ করা হয়েছে, নিখোঁজ বিধায়ককে খুঁজে দিতে পারলে তাঁর সঙ্গেই সেলফি তোলার সুযোগ মিলবে।

বিজেপি এই পোস্টারের জন্য আঙুল তুলেছে তৃণমূলের দিকে। পাল্টা তৃণমূলের তরফে খড়গপুর শহরের যুব তৃণমূল সভাপতি অসিত পাল বলেন, ‘‌পোস্টারে কোনও দল বা কারও নাম নেই। আমরাও এটা দেখলাম। কারা পোস্টার লাগিয়েছে আমরা জানি না।’‌

যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন বিধায়ক হিরণ। তাঁর দাবি, বিধানসভার অধিবেশন চলায় তিনি খড়গপুরের বাইরে রয়েছেন৷ একই সঙ্গে হিরণের দাবি, খড়গপুরের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। পাল্টা এই কাজের জন্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন হিরণ। তাঁর দাবি, ‘আমি খড়্গপুরের জন্যই কাজ করছি।’

আরও পড়ুন- রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী অর্থনীতিবিদ অভিরূপ সরকার?

Previous articleমনুয়াকাণ্ডের ছায়া বনগাঁয়, পথের কাঁটা সরাতে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করল স্ত্রী
Next articleআধার কার্ডে গরমিল, ৬৫ জন ক্রিকেটারকে চিহ্নিত করল সিএবি, নেওয়া হবে কঠোর পদক্ষেপ