অলিম্পিক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস

অলিম্পিক( Olympic) পুরস্কার পেতে চলেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস( muhammad yunus)। ২৩ জুলাই থেকে শুরু হতে চলা টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ হাজির থাকবেন তিনি। টোকিও অলিম্পিক্সে বিশেষ সম্মান অলিম্পিক লরিয়াল পুরস্কারে এবার সম্মানিত করা হবে মহম্মদ ইউনুসকে।

২০১৬ সালের রিও অলিম্পিক্স থেকে শুরু হয়েছে এই বিশেষ অলিম্পিক সম্মান দেওয়া। রিও অলিম্পিক্সে এই সম্মান পেয়েছিলেন কেনিয়ার অলিম্পিয়ান কিপ কেইনো। কেনিয়ার শিশুদের জন্য নিরাপদ ঘর, বিদ্যালয় ও ক্রীড়া প্রশিক্ষণের ব্যবস্থা করার সুবাদে এই পুরষ্কার পেয়েছিলেন তিনি।

টোকিও অলিম্পিক্সে এই সম্মান তুলে দেওয়া হচ্ছে মহম্মদ ইউনুসের হাতে। খেলাধুলোর ক্ষেত্রে বিশেষ অবদান রাখার কারণে এই সম্মান পেতে চলেছেন বাংল‍াদেশের নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। ‘ইউনুস স্পোর্টস হাব’ নামে একটি সামাজিক সংগঠন তৈরি করেছেন তিনি। যেখানে খেলাধুলোর মাধ্যমে উন্নয়নের তত্ত্ব প্রচার করে থাকে এই সংগঠন। টোকিও অলিম্পিক্স উদ্বোধনের দিনই অলিম্পিক লরিয়াল তুলে দেওয়া হবে তাঁর হাতে।

আরও পড়ুন:শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার নৈশালোকে অনুশীলন ধাওয়ানদের

 

Previous articleশ্রীলঙ্কার মাটিতে প্রথমবার নৈশালোকে অনুশীলন ধাওয়ানদের
Next article‘ভাগ মুকুল ভাগ’এর প্রবক্তা সিদ্ধার্থনাথ ফের কলকাতায়, শুভেন্দুর সঙ্গে আলিঙ্গন