কাজের টোপ দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, বেপাত্তা নদিয়ার ভুয়ো আইএএস

আধিকারিকের তালিকা ক্রমেই লম্বা হচ্ছে রাজ্যে। আইএএস (IAS), সিআইডি (CID), সিবিআই(CBI)-এর পর এবার ফের ভুয়ো আইএএস পরিচয়ে জালিয়াতির অভিযোগ। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান ও পুলিশে চাকরি দেওয়ার নামে প্রায় আড়াই লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল কৃষ্ণনগরের (Krishnanagar) বাসিন্দা অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় (Achinta Banerjee) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে, অভিযুক্ত পলাতক।

অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেওয়া ও স্ত্রীকে কলকাতা পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় এক যুবকের কাছ থেকে অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় ২ লক্ষ ২৫ হাজার টাকা নেন। কিন্তু কাজ হয়নি। নীলবাতি লাগানো গাড়িতে ঘুরতেন অচিন্ত্য। এরপর টাকা ফেরত চান ওই যুবক। অভিযোগ, ১০ মাস পেরিয়ে গেলেও টাকা ফেরত দেননি অচিন্ত্য। এরপরই থানায় লিখিত অভিযোগ করা হয়।

কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ইশানি পাল (Ishani Paul) জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

 

Previous article৮ বছরের অংক ১ ঘণ্টায় শেষ, সুপারকম্পিউটার বানালো চিন
Next articleকরোনাকে রুখতে এবার ‘অ্যান্টি সেক্স বেড’-এর ব‍্যবস্থা করল অলিম্পিক্স কর্তৃপক্ষ