আকাশপথে কলকাতায় আসতে গেলে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক, সিদ্ধান্ত নবান্নের

তৃতীয় ঢেউ আসার আগেই বড়সড় পদক্ষেপ নিল নবান্ন। কলকাতা বিমানবন্দরে প্রবেশ করতে গেলে এ বার করোনা টিকার দু’টি ডোজ নেওয়া বাধ্যতামূলক করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। এবার থেকে করোনার দুটি ডোজ নেওয়া থাকলেই মিলবে কলকাতা বিমানবন্দরে নামার ছাড়পত্র। তবে শহরে প্রবেশের ক্ষেত্রে এখনই সেরকম কিছু নিষেধাজ্ঞা জারি হয়নি। অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে দেওয়া একটি চিঠিতে এমনই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করা হবে বলেওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তবে যদি কেউ করোনা ভ্যাকসিনের একটি ডোজ নিয়ে থাকেন, বা ভ্যাকসিনের কোনও ডোজ নাও নিয়ে থাকেন, তাঁদের ক্ষেত্রেও প্রবেশের সুযোগ থাকছে। সেক্ষেত্রে বিমানে সফর করার কমপক্ষে ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে যাত্রীকে। তবে প্রবেশ করা যাবে কলকাতায়। অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে দেওয়া এই চিঠিতে এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব।

আরও পড়ুন- দুর্নীতির বিরুদ্ধে সরব, সৎ IAS অফিসারকে খুনের হুমকি

Previous articleদুর্নীতির বিরুদ্ধে সরব, সৎ IAS অফিসারকে খুনের হুমকি
Next article‘পেগ্যাসাস কাণ্ড করেও বাংলায় জিততে পারলেন না’, শাহকে কটাক্ষ অভিষেকের