প্রবীর ঘোষালের ঘনিষ্ঠ কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান মানস রায়ের পদত্যাগ চেয়ে পোস্টার কোন্নগরে

নবগ্রাম পিপলস কো অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক (Co-Oparetive Credit Bank) লিমিটেডের চেয়ারম্যান তথা বিজেপি নেতা প্রবীর ঘোষালের ঘনিষ্ট মানস রায়ের (Manash Ray) পদত্যাগ চেয়ে পোস্টার পড়ল কোন্নগরে। বুধবার, সকালে কোন্নগর (Konnogar) নবগ্রামের বিভিন্ন এলাকায় এই পোস্টার দেখা যায়। এই বিষয়ে স্থানীয় তৃণমূল (Tmc) নেতা অপূর্ব মজুমদার বলেন, কো- অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। অপূর্ব মজুমদারের অভিযোগ, চেয়ারম্যান মানস রায় একজন কর্মচারীর বেতন ১০ হাজার থেকে বাড়িয়ে ২৬ হাজার করে দিয়েছেন, এর পেছনে কী? সর্বভারতীয় ব্যাঙ্কে যেখানে মাত্র ৮ জন স্টাফ সেখানেই কো অপারেটিভ ব্যাঙ্কে ২২ জন স্টাফ নিয়ে কাজ হয়।

আরও পড়ুন-মাধ্যমিকে ১০০ শতাংশ সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

যদিও সব অভিযোগ অস্বীকার করে কো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান মানস রায় বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পরেই ব্যাঙ্কের আয় বৃদ্ধি হয়েছে। তাই স্টাফেদের বেতন বাড়ানো হয়েছে। আমাদের ব্যাঙ্কে এডিট হয় সঠিক সময়ে”। চক্রান্ত করে পোস্টার লাগানোর অভিযোগ করেন তিনি।

 

Previous articleমহেশতলায় রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন,জখম ৫ শ্রমিক
Next article‘কংগ্রেস সত্যিটা হজম করতে পারছে না’, সাংসদদের বৈঠকে সরব মোদি