১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস কেন? ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী

‘খেলা হবে’ দিবস পালনের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কেন সেটা ১৬ অগাস্ট? বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের তার ব্যাখ্যা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আগে এটা পালন করত কলকাতায় ময়দানে। এখন পালিত হয় না। ১৬ অগাস্ট ১৫ অগাস্টের পরের দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার যাতে অধিকার অক্ষুন্ন থাকে, তাই পালন করা হবে”।

‘খেলা হবে’ দিবসের কর্মসূচিও ঘোষণা করে দেন মমতা। ওই দিন রাজ্যের বিভিন্ন ক্লাবকে ১ লক্ষ ‘জয়ী’ (Joyee) ফুটবল বিতরণ করা হবে। মুখ্যমন্ত্রী জানান এ ক্ষেত্রে বাদ যাবে না গ্রামগঞ্জের ক্লাবও। ৫০ হাজার বল তৈরি হয়ে গিয়েছে। “ঘরের মা-বোনেরা ‘জয়ী’ বল তৈরি করেন। খেলা দিবসে ১ লক্ষ বল গ্রামে-গঞ্জ ও শহরে দেব। আগামী দিনে খেলা হবে।”

খেলা সভ্যতা-সংস্কৃতির অঙ্গ। এটা নিয়ে যাঁরা অন্য মানে করেন তাঁরা খেলার মানেটাই বোঝেন না বলে মত মুখ্যমন্ত্রীর। তিনি জানান, ‘খেলা হবে’ এখন এটা ভারতের বড় স্লোগানে দাঁড়িয়ে গিয়েছে। তাই নির্দিষ্ট দিন স্থির করে দেওয়া হয়েছে। ‘কন্যাশ্রী’র মতো ‘খেলা দিবস’ হবে।

‘খেলা হবে’ স্লোগান বাংলার নির্বাচনের আগে রাজ্যে ছড়িয়ে পড়লেও, নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর তা বাংলার সীমানা পেরিয়ে অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছে। সেই কারণেই তৃণমূল নেত্রী এবার এর জন্য নির্দিষ্ট দিন স্থির করে দিচ্ছেন।

আরও পড়ুন:প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট, ৪৯৯ পেয়ে প্রথম স্থানে জেলার ছাত্রী

 

Previous articleপ্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট, ৪৯৯ পেয়ে প্রথম স্থানে জেলার ছাত্রী
Next articleবিরাটিতে তৃণমূলকর্মীর খুনে সুপারি কিলার: প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের