রাজ্যে কোভ্যাক্সিনের(covaccine) ঘাটতির জেরেই দ্বিতীয় ডোজের টিকাকরণ বন্ধ রয়েছে গত শুক্রবার থেকে। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বন্ধ থাকার প্রসঙ্গে কলকাতা পুরসভার(Kolkata municipality) অবস্থান স্পষ্ট করে দিলেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম(firhad Hakim)। একই সঙ্গে জানিয়ে দিলেন ভ্যাকসিনের অভাবে ২ লক্ষ মানুষের টিকাকরণ আটকে রয়েছে।

আরও পড়ুন:কেন এত বিক্ষোভ? উচ্চমাধ্যমিক রেজাল্টের পর স্কুলগুলির কাছে জবাব চাইল শিক্ষা সংসদ

এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম বলেন, “কোভ্যাক্সিনের ডোজ হাতে না থাকলেও এখনও আমাদের হাতে কোভিশিল্ডের ৭২ হাজার ডোজ রয়েছে। কোভিশিল্ডের টিকা থাকায় তার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলছে।” তিনি আরও জানান, আগামী সোমবার ভ্যাকসিন আসার কথা। ভ্যাকসিন পেলে ফের টিকাকরণের গতি বাড়ানো হবে। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন, রাজ্যে টিকা তৈরি জন্য জায়গা দেওয়া হবে। কিন্তু সেই প্রস্তাব মানা হয়নি। তাই কখন বিমান আসবে, আর তাতে করে টিকা আসবে সে দিকেই আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে।”
