বাইক চোর সন্দেহে গণপ্রহারের অভিযোগ মালদহে

বাইক চোর সন্দেহে এক যুবককে গণপ্রহারের অভিযোগ উঠল মালদহে। ঘটনাটি ঘটেছে শনিবার মালদহের গাজোলের বিডিও অফিসের সামনের চত্ত্বরে। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় গাজোল থানার পুলিশ। আহত ওই যুবকের চিকিৎসার পর তাকে নিয়ে আসা হয় গাজোল থানায়। হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম রাজীব দাস (২৩) বাড়ি মালদার সুজাপুর এলাকায়।

শনিবার ব্লকের সামনে বাইকটি রেখে যান কালিম কাওসার নামে এক ব্যক্তি। হঠাৎ তিনি দেখতে পাই ওই যুবক তার বাইকে উঠে বাইকের লক ভাঙার চেষ্টা করছে। ঘটনা দেখতে পেয়ে তিনি বেরিয়ে আসলে ছুটে পালিয়ে যায় ওই যুবক। এরপর তার পিছু নিয়ে ধরে ফেলা হয় তাকে। এরপর উত্তেজিত জনতা গণপ্রহার চালায়। তারপর ওই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এরপর পুলিশ তার চিকিৎসার জন্য গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে আসে গাজোল থানার পুলিশ। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

আরও পড়ুন- “স্বপ্ন সত‍্যি হল” টোকিও অলিম্পিক্সে পদক জয়ের পর বললেন মীরাবাই চানু

Previous article“স্বপ্ন সত‍্যি হল” টোকিও অলিম্পিক্সে পদক জয়ের পর বললেন মীরাবাই চানু
Next article২৮ জুলাই দিল্লির বঙ্গভবনে তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা