পেগাসাস ইস্যুতে শুরু থেকেই তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। এমনকী, জাতীয়স্তরে পেগাসাসকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন হ্যাকিংয়ের অভিযোগ ঘিরে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা করে ট্যুইট করে কংগ্রেস।

সেই ট্যুইটে লেখা হয়, ‘‘শত্রুদের চোখে চোখে রাখতে হয়’’। এই প্রবাদ মেনে চলতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছেন প্রধানমন্ত্রী মোদি। সঙ্গে লেখা হয় হ্যাশট্যাগ ‘‘পেগাসাসস্নুপগেট’’। ট্যুইটটির সঙ্গে অভিষেকের একটি ছবিও পোস্ট করা হয়েছে। তাতে লেখা, ‘’আপনি ক্রোনোলজিটা বুঝুন। পেগাসাস স্পাইওয়্যারের নিশানায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। কখন? ২০২১। কেন? পশ্চিমবঙ্গের ভোট।’’ সবার নীচে লেখা, ‘সীমাহীন নিরাপত্তাহীনতায় ভুগছে মোদি সরকার।’’

এরপরই সোমবার পেগাসাস কাণ্ড নিয়ে সরব হয়ে রাজভবন অভিযান করে প্রদেশ কংগ্রেসের একাংশ। যা এ রাজ্যে রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে করোনা মহামারি আবহে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ জমাট বাঁধার আগেই পুলিশ তা ছত্রভঙ্গ করে। আটক করা হয় বেশ কয়েকজন প্রদেশ নেতা ও কর্মীকে।

আরও পড়ুন- দলীয় কার্যালয়ে ‘হাতাহাতি’, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপির যুব নেতার

