ডায়মন্ডহারবারে টর্নেডো আতঙ্ক

বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গেই চলছে দফায় দফায় টানা বৃষ্টি । শুরু হয়েছে বিপর্যয়। অধিকাংশ জায়গায় ভয়ঙ্কর হয়ে উঠেছে ফুঁসে ওঠা নদীর জল।
বৃহস্পতিবার সকালে ডায়মন্ডহারবারে(Diamondherbour) ঢুকে পড়ল হুগলি নদীর জল। কাল রাত থেকেই ধীরে ধীপে বাড়ছিল নদীর জল। সকালে তা ফুঁসে উঠে ঢুকে পড়ে ডায়মন্ডহারবারের কেল্লার মাঠ সহ সন্নিহিত এলাকায়।
রীতিমতো টর্নেডোর আকার নেয় তা।
এদিন ডায়মন্ডহারবারে আচমকাই হাতির শুঁড়ের মতো ঘুর্ণি তৈরি হয়। মাত্র ২-৩ মিনিটের সেই ঝড়ে বহু দোকান ও বাড়ির ক্ষতি হয়েছে। নদী সংলগ্ন এলাকায় বহু দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ছোট আকারের টর্নেডোকে ঘিরে দারুণ আতঙ্কের পরিবেশ তৈরি হয় ডায়মন্ডহারবার এলাকায়। ভয় পেয়ে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন বহু মানুষ।

 

Previous article১৫ অগাস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধ: রাতে কড়াকড়ি বহাল, বন্ধ লোকাল ট্রেন
Next articleত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে মা-মাটি-মানুষের মঙ্গল কামনা তৃণমূল নেতাদের