Monday, August 25, 2025

বিনিয়োগ বান্ধব বাংলার মুকুটে চারটি স্কচ পুরস্কারের স্বীকৃতি

Date:

Share post:

বিনিয়োগ বান্ধব বাংলার কাজের স্বীকৃতি। মিলল স্কচ পুরস্কার। তাও এক-দুটো নয়, চার-চারটে। রাজ্যের মুকুটে যুক্ত হল নতুন পালক। ইজ ওফ ডুইং বিজনেস অর্থাৎ বিনিয়োগ ও বাণিজ্য বান্ধব বিভিন্ন পদক্ষেপের জন্য আন্তর্জাতিক স্কচ পুরস্কার পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।তার মধ্যে ব্যবসার ক্ষেত্রে আদর্শ রাজ্য হিসেবে স্কচ প্ল্যাটিনাম (Skoch Platinum) পুরস্কার জিতে নিয়েছে রাজ্য। রাজ্যের মুখ উজ্জ্বল হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। যে চার ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড ঝুলিতে এসেছে, সেই পরিষেবার সঙ্গে জড়িতদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ব্যবসা শুরুর প্রক্রিয়াকে আরও সরলীকরণ করার কাজ চালিয়ে যাবে বাংলা। গোটা দেশের মধ্যে এ রাজ্যেই সবচেয়ে সহজে ব্যবসা করা যায়। যাঁদের অক্লান্ত প্রচেষ্টায় এই সম্মান এল, তাঁদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি”।

 

যে চার ক্ষেত্রে এবার রাজ্য স্কচ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ বা শিল্পসাথী প্রকল্প। ব্যবসার শুরুর সময় লালফিতের জট কাটাতে সিঙ্গল উইন্ডো সিস্টেম ‘শিল্পসাথী’ চালু হয়েছে। এবার সেই প্রচেষ্টাকে কুর্নিশ জানাল গোটা দেশ। ‘শিল্পসাথী’র পাশাপাশি গ্রামাঞ্চলে অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সরলীকরণের জন্য ‘স্কচ সিলভার’ অ্যাওয়ার্ড এসেছে রাজ্যের ঝুলিতে। অনলাইনে ডিড তৈরি, অনলাইনেই তা সাবমিট করার প্রক্রিয়া চালু করার জন্য (ই-নথিকরণ) স্কচ সিলভার পুরস্কার মিলেছে। আর শহরাঞ্চলে অনলাইন সার্টিফিকেট নবীকরণের জন্য ‘স্কচ গোল্ড’ পুরস্কার ও এসেছে রাজ্যের ঝুলিতে। গত কয়েক বছর ধরে সর্বভারতীয় ক্ষেত্রে একের পর এক সাফল্য পেয়েছে বাংলা। পরিবহন-সহ নানা ক্ষেত্রে উন্নতিকরণের কারণেই অন্য রাজ্যগুলিকে টেক্কা দিয়েছে রাজ্য সরকার। সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে একের পর এক পালক।

 

 

 

spot_img

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...