পরপর চার অলিম্পিক্সে স্বর্ণপদক পেয়ে রেকর্ড গড়লেন কুস্তিগীর মিহেইন লোপেজ

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) নয়া রেকর্ড গড়লেন কুস্তিগীর মিহেইন লোপেজ( mijain lopez)। প্রথম কুস্তিগীর হিসেবে পরপর চার অলিম্পিক্সে স্বর্ণপদক জিতলেন লোপেজ।

টোকিও অলিম্পিক্সে এদিন ১৩০ কেজি গ্রেকো রোমান কুস্তি বিভাগের ফাইনালে প্রতিপক্ষ ইয়াকোবি কাজাইয়াকে  হারিয়ে রেকর্ড গড়লেন লোপেজ। ৫-০ ব্যবধানে হারিয়ে দেন তিনি। আর এই জয়ের সঙ্গে সঙ্গে চারটি সোনা জেতার নজির গড়লেন ফেললেন লোপেজ। এর আগে ২০০৮ সালে বেজিং অলিম্পিক্স ও ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ১২০ কেজি বিভাগে সোনা জেতেন লোপেজ, এবং ২০১৬ সালে রিও অলিম্পিক্স এবং টোকিও অলিম্পিক্সে ১৩০ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি ।

এদিন জয়ের পর তিনি বলেন,”আমি আমার জয় আমাদের কমান্ডারের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই।”

আরও পড়ুন:পদক হাতছাড়া অদিতির, অলিম্পিক্সে মহিলাদের গলফ ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন তিনি

 

Previous articleমুখ্যসচিবকে চিঠি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই উঠল ট্যাঙ্কার ধর্মঘট
Next articleজনসনের সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিল কেন্দ্র