প্রধানমন্ত্রী মোদিকে “ম্যাডাম” সম্বোধন করে চিঠি বাংলার বিজেপি বিধায়কের! কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রীকে (PM) নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি (Letter) লিখেছেন রঘুনাথপুরের (Raghunathpur) বিজেপি বিধায়ক (BJP MLA) তথা আইনজীবি বিবেকানন্দ বাউরি (Vivekananda Bauri)। তাঁর দলের শীর্ষ নেতা, দেশের প্রধানমন্ত্রী, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মোদিকে চিঠি লিখতেই পারেন বিজেপি বিধায়ক। কিন্তু তিনি এটা কী করলেন?
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “ম্যাডাম” (Respected Madam) সম্বোধন করে চিঠি লিখলেন বিবেকানন্দ বাউরি! আর সেই চিঠি  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রোলের শিকার  হতে শুরু করেছে বিজেপি বিধায়ক। যদিও চিঠির বিষয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজই ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী

তবে বিষয়টি নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল (TMC)। পুরুলিয়া (Purulia) জেলা তৃণমূলের সাধারন সম্পাদক হাজারি বাউরি এই ঘটনার পর কটাক্ষ করে বলেন, ‘‘আসলে বিবেকানন্দবাবু আতঙ্কে ভুগছেন। কারন, উনিও জেনে গেছেন আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। তখন চিঠি লিখতে গেলে ম্যাডাম সম্বোধন করতে হবে। এখন থেকে তাই বিবেকানন্দ বাবু ও বিজেপি বিধায়করা প্রধানমন্ত্রীকে চিঠি লেখার সময় “ম্যাডাম বলাটা অভ্যাস করছেন।’’


Previous articleভারতে বসবাসকারী বিদেশিরাও এবার এদেশেই ভ্যাকসিন নিতে পারবেন
Next articleBreaking: পেগাসাস মামলার শুনানি লাইভ টেলিকাস্ট চেয়ে আর্জি প্রশান্ত ভূষণের