ভারতে বসবাসকারী বিদেশিরাও এবার এদেশেই ভ্যাকসিন নিতে পারবেন

ভারতের নানা রাজ্যে বহু বিদেশি (foreigner stays in india) বাস করেন। তাদের যদি টিকাকরণ (vaccination) না হয়ে থাকে তাহলে সেখান থেকেও করোনা (corona virus) সংক্রমিত হওয়ার ভয় থেকে যায় । তাই এবার বিদেশিদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে চায় কেন্দ্র । তাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (central health ministry) সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকেরাও ভ্যাকসিন নিতে পারবে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) তরফে এমনটাই জানানো হয়েছে। বিদেশি নাগরিকরা যদি ভারতে ভ্যাকসিন নিতে চান তাহলে কেন্দ্রের কোউইন পোর্টালে (cowin portal) নাম নথিভুক্ত করাতে হবে। পরিচয় পত্র হিসেবে দিতে হবে (passport) পাসপোর্ট। সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে (twitter handle) এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (central health minister) মনসুখ মান্ডব্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটি টুইট করে জানিয়েছেন, ” আমাদের সকলকে একসঙ্গে লড়াই করে জিততে হবে। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকরাও কো-উইন অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করে ভ্যাকসিন নিতে পারবেন। এতে সবাই নিরাপদে থাকতে পারবেন। ”

 

 

Previous articleবন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী
Next articleপ্রধানমন্ত্রী মোদিকে “ম্যাডাম” সম্বোধন করে চিঠি বাংলার বিজেপি বিধায়কের! কটাক্ষ তৃণমূলের