Breaking: পেগাসাস মামলার শুনানি লাইভ টেলিকাস্ট চেয়ে আর্জি প্রশান্ত ভূষণের

দেশজুড়ে যখন তোলপাড় পেগাসাস ইস্যু তখন সবারই সে বিষয়ে জানার অধিকার আছে- তথ্য জানার অধিকার আইনের অধীনে প্রধান বিচারপতি এন ভি রামণকে চিঠি দিলেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ (Prashant Bhushan)। সুপ্রিমকোর্টে পেগাসাস (Pegasus) মামলার শুনানি লাইভ টেলিকাস্ট (Live Telecast) করার আর্জি জানিয়ে চিঠি দেন তিনি।
ফোনে আড়িপাতা এবং কল রেকর্ডের ইস্যু নিয়ে তোলপাড় দেশ। শুধু বিরোধী নেতৃত্ব নয়, কেন্দ্রের অনেক নেতা-মন্ত্রীর ফোনেও নাকি আড়িপাতা হচ্ছে। তথ্য উঠে আসছে কেন্দ্রীয় সরকারই নাকি এই স্পাইওয়্যার সফটওয়্যার ব্যবহার করেছিল। সত্য ঘটনাটা কী? তা সর্বসমক্ষে আনতেই মামলার শুনানি লাইভ টেলিকাস্ট চেয়ে আবেদন জানালেন প্রশান্ত ভূষণ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদিকে “ম্যাডাম” বলে সম্বোধন, ভাইরাল বিজেপি নেতার চিঠি


Previous articleপ্রধানমন্ত্রী মোদিকে “ম্যাডাম” সম্বোধন করে চিঠি বাংলার বিজেপি বিধায়কের! কটাক্ষ তৃণমূলের
Next articleস্বস্তি দিয়ে দীর্ঘ পাঁচ মাস পর দৈনিক সংক্রমণ কমে ৩০ হাজারের নীচে , কমল মৃত্যুও