দেশের সেরার তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক। অ্যাকাডেমিক র‍্যাকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ২০২১-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের সেরা বিশ্ববিদালয়গুলির তালিকায় চলে এলো কলকাতা বিশ্ববিদ্যালয়। আর এই সাফল্যের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

টুইটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, গবেষক-সহ সকলকেই অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি মেধার বিচারে ভারতের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থানীয়দের তালিকায় আছে। অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ২০২১-র পশ্চিম সরকারকে ইতিমধ্যে তা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসক, শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া-সহ সকলকে শুভেচ্ছা জানাই।

আরও পড়ুন- কাবুল থেকে রওনা দিল এয়ার ইন্ডিয়ার শেষ বিমান, দিল্লি ফিরছেন ১২৯ ভারতীয়

advt 19