বেলঘরিয়াতে ‘খেলা হবে’ দিবস পালন

১৬ অগাস্ট রাজ্যজুড়ে পালিত হয়েছে ‘খেলা হবে’ দিবস। উত্তর ২৪ পরগনার কামারহাটির বিধায়ক মদন মিত্র’র উদ্যোগে বেলঘরিয়া ঝাউতলা যুবক বৃন্দের আয়োজনে পালিত হয় এই উৎসব। শিশুদের দুধ ,বিস্কুট, খেলার বল বিতরণ করা হয়। প্রায় ৫০ টি ক্রীড়া সংগঠনের হাতে ফুটবল দিয়ে সম্বর্ধিত করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান সূচিত হয়।

আরও পড়ুন-সেপ্টেম্বরে নেপালের বিরুদ্ধে দুটি প্রস্তুতি, দল নিয়ে আশাবাদী ইগর স্টিমাচ

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র , স্থানীয় পুরপ্রশাসক সদস্য সমীরণ দাস , বিমল সাহা এবং ঝাউতলা যুবক বৃন্দের সম্পাদক দীপঙ্কর দাস। এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী কমলিকা ভট্টাচার্য এবং শিশু শিল্পী তর্পণ হাজরা সহ বেশকিছু নৃত্যশিল্পী নিত্য পরিবেশন করেন। কলকাতা টাকি বয়েজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের ক্রীড়া সংগঠক পার্থসারথি সাহা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উৎসব সাধারণ মানুষের উন্নয়নের উৎসব।

ছবি: দেবব্রত রায় চৌধুরী

advt 19

 

Previous articleপরপর তিনদিন কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যুও ৫০০-র নীচে
Next articleভয়াবহ ভিডিও: কাবুল ছাড়তে প্লেনের চাকায় সওয়ার, মাঝআকাশে পড়ে মৃত ২