দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নীচেই, স্বস্তি দিয়ে কমল মৃত্যুও

প্রতিনিয়ত কোভিড গ্রাফ ওঠানামা করলেও দেশের দৈনিক সংক্রমণ গতকালের ঘরেই রয়েছে। গতকালের তুলনায় অনেকটাই কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। গোটা অতিমারি পর্বে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৫৭ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার কম। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ২৮৬ জন। এখনও পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে কোনওভাবেই সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশি সংক্রমণ রয়েছে এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত হয়েছেন মোট ২০ হাজার ২২৪ জন।।এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬৫ জন।এরপরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা ও পশ্চিমবঙ্গ।
তবে সংক্রমণ ৪০ হাজারের নীচে থাকায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। দেশে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০ জন।

advt 19

Previous articleBreaking: মালা রায়ের সঙ্গে বৈঠক, ‘বঙ্গজননী’-তে বড় পদে আসছেন শিখা
Next articleত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির হঠাৎ ইস্তফা! নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত