Sunday, January 11, 2026

তালিবানি কবলমুক্ত হয়ে ঘরে ফিরলেন তমাল ভট্টাচার্য, শোনালেন অভিজ্ঞতার কথা

Date:

Share post:

আফগানিস্তান থেকে ফিরলেন নিমতার তমাল ভট্টাচার্য। প্রায় গোটা আফগানিস্তান তালিবান গ্রাসে। সেখান থেকে বাংলার ছেলে বংলায় ফিরলেন। রবিবার রাতেই আফগানিস্তান থেকে দিল্লি হয়ে কলকাতা ফিরে এলেন এই যুবক। সঙ্গে কলকাতারই আরও এক বাঙালি, লেকভিউ রোডের বাসিন্দা। আঁতকে ওঠারই কথা। সশস্ত্র তালিবান জঙ্গি ছেলের পিঠে হাত রেখে কথা বলছেন, এমন ছবি দেখলে কোন বাবা-মা না শিউরে উঠবেন আতঙ্কে! তমালেরও এমনই এক ছবি আচমকা চোখে পড়ে যাওয়ায় চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন তমালের বাবা-মা-ও। কিন্তু ইচ্ছেশক্তি আর মনের জোরে যতটুকু যোগাযোগের সুযোগ মিলেছে, মা-বাবাকে সান্ত্বনা দিয়ে গিয়েছেন তমাল।

আরও পড়ুন-৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ, বেছে নেওয়া হল মাঠও

তালিবান-তাণ্ডবের মধ্যেও মাথা ঠান্ডা রেখে দেশে ফেরার পথ খুঁজছিলেন তমাল ভট্টাচার্য। শেষপর্যন্ত পেয়েও গেলেন। ফিরে এসে নিজের অভিজ্ঞতার কথা যা জানিয়েছেন, সেটাও বেশ অবাক করার মতোই। তাঁর সঙ্গে এতটুকু নাকি দুর্ব্যবহার করেননি তালিবানরা। বরং অন্য কোনও জঙ্গিগোষ্ঠী তাঁর ওপরে বা আটকে-পড়া অন্য ভারতীয়দের ওপরে যাতে হামলা না চালায়, তার জন্য সদাসতর্ক নজরদারি চালিয়েছে তালিবানরা। শুধু কি তাই, তালিবানদের ক্রিকেটপ্রেমও অবাক করেছে তমাল এবং অন্যান্য ভারতীয়দের। যে আবাসনে তমালরা থাকতেন, সেখানে নাকি প্রায়ই ব্যাট-বল হাতে দেখা যেত তালিবানদের। ক্রিকেটের নেশায় ডুবে যেতো জঙ্গিদল। ৩৪ বছর বয়সের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তমাল কারদান আন্তর্জাতিক স্কুলে ফিজিক্স আর কেমিস্ট্রির শিক্ষকতা করবেন বলে এ বছরই মার্চে পাড়ি দিয়েছিলেন কাবুলে।

আরও পড়ুন-লাইনে বসে গেম খেলার করুণ পরিণতি, চোপড়ায় ট্রেনে কাটা ৪ যুবক

কয়েকমাস যেতে না যেতেই তালিবান-কাণ্ড। কিন্তু তমাল উপলব্ধি করেছিলেন এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রাথমিক শর্ত নিজেকে স্ট্রেস-ফ্রি রাখা। তারই সুফল পেলেন তমাল। তালিবানদের ডেরা থেকে বেরিয়ে এলেন ঠান্ডা মাথায়। রবিবার দুপুরেই বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফিরে আসেন তমাল এবং আফগানিস্তানে আটকে পড়া একদল ভারতীয়। গাজিয়াবাদে নামেন তাঁরা। তারপর রাতের বিমানে দিল্লি থেকে কলকাতা। রাত তখন প্রায় ১১টা। এবং হাসিমুখে স্বগৃহে প্রত্যাবর্তন।

advt 19

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...