Friday, November 28, 2025

তালিবানি কবলমুক্ত হয়ে ঘরে ফিরলেন তমাল ভট্টাচার্য, শোনালেন অভিজ্ঞতার কথা

Date:

Share post:

আফগানিস্তান থেকে ফিরলেন নিমতার তমাল ভট্টাচার্য। প্রায় গোটা আফগানিস্তান তালিবান গ্রাসে। সেখান থেকে বাংলার ছেলে বংলায় ফিরলেন। রবিবার রাতেই আফগানিস্তান থেকে দিল্লি হয়ে কলকাতা ফিরে এলেন এই যুবক। সঙ্গে কলকাতারই আরও এক বাঙালি, লেকভিউ রোডের বাসিন্দা। আঁতকে ওঠারই কথা। সশস্ত্র তালিবান জঙ্গি ছেলের পিঠে হাত রেখে কথা বলছেন, এমন ছবি দেখলে কোন বাবা-মা না শিউরে উঠবেন আতঙ্কে! তমালেরও এমনই এক ছবি আচমকা চোখে পড়ে যাওয়ায় চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন তমালের বাবা-মা-ও। কিন্তু ইচ্ছেশক্তি আর মনের জোরে যতটুকু যোগাযোগের সুযোগ মিলেছে, মা-বাবাকে সান্ত্বনা দিয়ে গিয়েছেন তমাল।

আরও পড়ুন-৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ, বেছে নেওয়া হল মাঠও

তালিবান-তাণ্ডবের মধ্যেও মাথা ঠান্ডা রেখে দেশে ফেরার পথ খুঁজছিলেন তমাল ভট্টাচার্য। শেষপর্যন্ত পেয়েও গেলেন। ফিরে এসে নিজের অভিজ্ঞতার কথা যা জানিয়েছেন, সেটাও বেশ অবাক করার মতোই। তাঁর সঙ্গে এতটুকু নাকি দুর্ব্যবহার করেননি তালিবানরা। বরং অন্য কোনও জঙ্গিগোষ্ঠী তাঁর ওপরে বা আটকে-পড়া অন্য ভারতীয়দের ওপরে যাতে হামলা না চালায়, তার জন্য সদাসতর্ক নজরদারি চালিয়েছে তালিবানরা। শুধু কি তাই, তালিবানদের ক্রিকেটপ্রেমও অবাক করেছে তমাল এবং অন্যান্য ভারতীয়দের। যে আবাসনে তমালরা থাকতেন, সেখানে নাকি প্রায়ই ব্যাট-বল হাতে দেখা যেত তালিবানদের। ক্রিকেটের নেশায় ডুবে যেতো জঙ্গিদল। ৩৪ বছর বয়সের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তমাল কারদান আন্তর্জাতিক স্কুলে ফিজিক্স আর কেমিস্ট্রির শিক্ষকতা করবেন বলে এ বছরই মার্চে পাড়ি দিয়েছিলেন কাবুলে।

আরও পড়ুন-লাইনে বসে গেম খেলার করুণ পরিণতি, চোপড়ায় ট্রেনে কাটা ৪ যুবক

কয়েকমাস যেতে না যেতেই তালিবান-কাণ্ড। কিন্তু তমাল উপলব্ধি করেছিলেন এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রাথমিক শর্ত নিজেকে স্ট্রেস-ফ্রি রাখা। তারই সুফল পেলেন তমাল। তালিবানদের ডেরা থেকে বেরিয়ে এলেন ঠান্ডা মাথায়। রবিবার দুপুরেই বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফিরে আসেন তমাল এবং আফগানিস্তানে আটকে পড়া একদল ভারতীয়। গাজিয়াবাদে নামেন তাঁরা। তারপর রাতের বিমানে দিল্লি থেকে কলকাতা। রাত তখন প্রায় ১১টা। এবং হাসিমুখে স্বগৃহে প্রত্যাবর্তন।

advt 19

 

spot_img

Related articles

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...

মুম্বই নির্বাচনের আগে ১১ লক্ষ ডুপ্লিকেট ভোটার! বিজেপির বিরাট কারচুপির পর্দাফাঁস

বাণিজ্যনগরীর পুরনিগমের নির্বাচন। আর তার আগে খসড়া ভোটার তালিকা তৈরি হতেই ধরা পড়ে গেল নির্বাচন কমিশনের সঙ্গে হাত...