ঘুড়ি ওড়াতে চিনা মাঞ্জার ব্যবহার নিষিদ্ধ হয়েছে আগেই। কিন্তু তার পরেও একাধিক জায়গায় বেআইনি ভাবেই চলছে মারণ চিনা মাঞ্জার ব্যবহার। সেই চিনা মাঞ্জায় প্রাণও গেছে একাধিকের। এবার সেই মারণ চিনা মাঞ্জা বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালায় পুলিশ। মোট ৮ জনকে বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ২ হাজার রিম নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতো।

আরও পড়ুন- কসবাকাণ্ড: চার্জশিটে সাক্ষী হিসেবে নাম সাংসদ মিমি’র

এর আগে হাওড়া কমিশনারেট এলাকার জগাছায় চিনা মাঞ্জা বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ধৃত ৮জনকে হাওড়া আদালতে তোলা হয়েছে। এ ব্যাপারে হাওড়া সিটি পুলিশের ডিসি (উত্তর) অনুপম সিং জানান, সাম্প্রতিক সময়ে সাঁতরাগাছি ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, বোটানিক্যাল গার্ডেন-সহ হাওড়ার বিভিন্ন জায়গায় চিনা মাঞ্জা সুতোয় একাধিক ব্যক্তি জখম হয়েছেন। এই মাঞ্জা বিক্রি নিষেধ থাকলেও তা রমরমিয়ে বাজারে বিক্রি চলছিল। অপেক্ষাকৃত কম দাম হওয়ায় সুতোর মাঞ্জার অপেক্ষা চিনা মাঞ্জার ব্যবসা ভাল। বিশেষ সূত্রে পুলিশ খবর পায় নিষিদ্ধ চিনা মাঞ্জা সাঁকরাইল, ডোমজুড়, সাঁতরাগাছি, লিলুয়া, নিশ্চিন্দা, গোলাবাড়ি মালিপাঁচঘড়া থানা এলাকা-সহ বিভিন্ন জায়গায় বেআইনিভাবে বিক্রি হচ্ছে। তিনি জানান, নিষিদ্ধ চিনা মাঞ্জার বিরুদ্ধে এমন অভিযান চলবে।
