সুস্মিতার হাত ধরে অসমে ৬০০জন জোড়া ফুলে

পাখির চোখ ২০২৪। তার সঙ্গে আছে ত্রিপুরা। একথা স্পষ্ট করেছেন তৃণমূল (Tmc) নেতৃত্ব। তবে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস (Congress) সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। আর তারপরেই হাওয়া ঘুরেছে অসমে (Assam)। সেখানেও পালে হাওয়া জোড়া ফুলের। বাংলার পর এবার ত্রিপুরার পাশাপাশি অসমও টার্গেট তৃণমূলের। সেই কাজে তৃণমূলের তুরুপের তাস সদ্য দলে যোগ দেওয়া সুস্মিতা দেব।

রবিবার, অসমের শিলচরে সুস্মিতার উপস্থিতি চলে তৃণমূলে যোগদান। রীতিমত ভিড় করে জোড়া ফুল শিবিরে যোগদানে প্রক্রিয়া চলে। শিলচরে সুস্মিতা হাত ধরে ৬০০ জন অন্যান্য দল থেকে তৃণমূল যোগ দেন। সুস্মিতা দেব তৃণমূলে যোগ দেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই অসমে দলে যোগদানের উৎসাহ বাড়ছে বলে মত নেতৃত্বের।

ত্রিপুরাতেও সুস্মিতা দেবকে তৃণমূলের মুখ করার আবেদন জানিয়েছে সে রাজ্যের নেতৃত্ব। কারণ, উত্তর-পূর্বাঞ্চলে সুস্মিতার পরিচিতি। অসমে প্রবল জনপ্রিয় তিনি। দীর্ঘদিন মহিলা কংগ্রেস সভাপতির পদ সামলেছেন। এ হেন সুস্মিতা তৃণমূলে যোগ দেওয়ার পরই অসমে কংগ্রেস ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে।

advt 19

 

Previous articleসুস্থ হয়ে ফের নব উদ্যমে লড়াইয়ের ময়দান ত্রিপুরায় জয়া
Next articleটোকিও প‍্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের, হাইজ‍্যাম্পে রুপো জিতলেন ভারতের নিষাদ কুমার, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর