দুর্গাপুজোর আয়োজক ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে রাজ্য। গতবারও পুজোর সময় দেওয়া হয়েছিল এই অনুদান। তাই এবারও প্রায় ৩৬ হাজার ক্লাবকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল বঙ্গ বিজেপি। জানা গিয়েছে, সেই অভিযোগকে গুরুত্ব দেয়নি কমিশন।

ভবানীপুরের উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর। সেখানে প্রার্থী হচ্ছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে বাংলার ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে। তা নিয়েই আপত্তি বিজেপির।

আরও পড়ুন-কৃতজ্ঞতা জানিয়ে শোভনদেবকে খড়দহের প্রার্থী ঘোষণা মমতার
নির্বাচন কমিশনের যুক্তি অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মনোনয়ন পেশ করেননি। বৈঠক হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা কিনা ভবানীপুর বিধানসভার অন্তর্গতও নয়। এছাড়া ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত পুরনো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতেই রাজি নয় কমিশন। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি নির্বাচন কমিশনের তরফে।
