রবিবাসরীয় প্রচারে দিদির হয়ে মাঠে নামলেন ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়

একদিকে বেজেছে পুজোর বাদ্যি। অন্যদিকে শুরু হয়েছে ভোটপ্রচার। রবিবার ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মাঠে নেমে পড়েন তাঁর সৈনিকেরা। রবিবাসরীয় প্রচারে সকাল সকাল ভবানীপুরের একাধিক ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন ফিরহাদ হাকিম।এরপর বেলা বাড়তেই দিদির হয়ে ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।রবিবাসরীয় প্রচারে নেমে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন,’ভবানীপুরে অবাঙালি বলে কেউ নেই। যাঁরা আছেন তাঁরা ভারতীয় এবং সবাই বাঙালি।‘

আরও পড়ুন:ভবানীপুর উপনির্বাচন: ষড়যন্ত্রের জবাবে রেকর্ড মার্জিনের লক্ষ্যে ব্লু-প্রিন্ট তৈরি তৃণমূলের
উপনির্বাচনের দিন ঘোষণার পরই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। সপ্তাহের অনান্য দিনের পাশাপাশি ছুটির দিনে কোনও খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রীর সৈনিকরা।আজ তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।এই ওয়ার্ডেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। শুধু তাই নয়, এই ওয়ার্ডের ভোটারও তিনি। বলা ভালো ঘরের মেয়ে তিনি। তাই এই ওয়ার্ডে দিদির হয়ে প্রচার সারলেন তাঁর ভাই।
প্রসঙ্গত, ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপরীতে রয়েছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ভোট আগামী ৩০ সেপ্টেম্বর।প্রচারের শুরুতেই তৃণমূল সুপ্রিমো ওয়ার্ড ভাগ করে দিয়েছেন তাঁর কর্মীদের।সেইমতোই চলছে জায়গায় প্রচার কর্মসূচি। ‘ভবানীপুরে দিদিকে চাই। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে।‘ এভাবেই ভবানীপুরের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফ্লেক্স, ব্যানার লাগানোর কাজে হাত দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

advt 19

Previous article“ইংল‍্যান্ড সংবাদপত্র কখনও ভারতীয় দল সম্পর্কে ভাল কিছু লিখবে না” : গাভাস্কর
Next articleকাশ্মীরের রাজৌরিতে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গেল ৫