Sunday, January 11, 2026

৩৭ লক্ষ টাকা দিয়েও কিডনি চক্রে প্রতারিত অসহায় বাবা চান মৃত ছেলের অভিযুক্তদের কঠোর শাস্তি

Date:

Share post:

কিডনি জোগাড় করে দেওয়া হবে। তার জন্য ‘সামান্য’ কিছু টাকা দিতে হবে। ছেলের কিডনির প্রয়োজন মেটাতে ‘সামান্য’ টাকার প্রস্তাবে রাজি হয়ে মুর্শিদাবাদ ফরাক্কা থানার হোম গার্ড গোবিন্দ প্রামাণিক প্রায় ৩৭ লক্ষ টাকা খোয়াতে হয়েছে। এক বছরে ৪৮ টি ব্যাংক অ্যাকাউন্টে এক বছরে মোট ৩৭ লক্ষ ৩৩ হাজার ৯১১ টাকা নিয়েছে প্রতারকরা। যোগাযোগ বন্ধ করে দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ২০১৮ সালের ১০ অক্টোবর অভিযোগের ভিত্তিতে দুজনকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ধৃতদের আদালতে তুলে পুলিশ হেফাজতে আবেদন করে ফরাক্কা থানা পুলিশ। আদালত পুলিশের আবেদনের সাড়া দেয়।
কী ঘটেছিল? শুনুন গোবিন্দ প্রামাণিকের কথায়। তিনি জানান, ছেলে তন্ময় প্রামাণিকের ২০১২ সালে কিডনি সমস্যা দেখা দেয়। তারপর মালদা থেকে শুরু করে কলকাতা, ব্যাঙ্গালোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান। কিন্তু, ছেলে সুস্থ না হওয়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করাতে থাকেন। তারপর একদিন গোবিন্দ বাবুর ফোনে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। পরিচয় দেন উদয় প্রতাপ সিং নামে। তিনি গোবিন্দ বাবুকে বলেন আপনার ছেলের তন্ময় প্রামাণিকের কিডনি সমস্যার জন্য চিন্তা করার দরকার নেই। কিডনির ডোনার পাওয়া যাবে। সমান্য কিছু টাকা লাগবে। তাতে গোবিন্দ বাবু রাজি হন। ২০১৭ নভেম্বর সাল থেকে ২০১৮ সাল প্রর্যন্ত ধাপে ধাপে মোট ৪৮ জনের অ্যাকাউন্টে মোট ৩৭ লক্ষ ৩৩ হাজার ৯১১ টাকা নিয়ে নেন।
টাকা দিলেও কিডনি না মেলায় এরপর ফরাক্কা থানায় লিখিত অভিযোগ করেন। এফআইআরে ওই ৪৮ টি অ্যাকাউন্টের তথ্যও উল্লেখ করেন গোবিন্দবাবু।
যদিও এরই মাঝে ২০২০ সালে ১১ অগস্ট মধ্যরাতে গোবিন্দবাবুর ছেলে তন্ময় প্রামাণিক মারা যান মালদা মেডিকেল কলেজ হাসপতালে। ছেলের শোকে ২৫ দিন পর মারা যান গোবিন্দবাবুর স্ত্রী।
অবশ্য ২০১৮ সালে ১০ অক্টোবর গোবিন্দ বাবুর অভিযোগের ভিত্তিতে ফরাক্কা থানার পুলিশ ঝাড়খণ্ডের সুফল থেকে রাজকুমার রাম ও সুভাষ কুমার নামে দু’ জনকে গ্রেফতার করে। ধৃতদের জিঞ্জাসাবাদের জন্য জঙ্গিপুর কোর্ট থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

advt 19

 

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...