টিব্যাক জিওভরালি কাপের ফাইনাল নিয়ে টানটান উত্তেজনা

টিব্যাক জিওভরালি কাপ। একেবারে আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্ট। আর কয়েক ঘণ্টা পরেই
টাকি বয়েজ স্কুলের মাঠে প্রবল টক্করে নামছে প্রাক্তনীরা।
বিভিন্ন ব্যাচের প্রাক্তনীদের টিম। মারাত্মক সেসব টিমের নাম। শনিবার সন্ধে থেকে রাত গড়িয়েছে । প্রতিটি ম্যাচে প্রবীণ-নবীন দুরন্ত উদ্দীপনা।
অন্য কাজ সেরে এবং ছুটি নিয়ে সটান মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তনী কুণাল ঘোষ থেকে বিশিষ্টজনেরা । তিনটে ম্যাচ খেললেন। টিম ফাইনালে উঠল। আজ রবিবার ফাইনাল।
আসলে স্কুলের মাঠে খেলার কী টান এবং আবেগ তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ছেলেবেলার এক একটি ক্লাসরুম আজ এক একটি টিমের ড্রেসিং রুম।
সবার মুখে এক কথা, পঞ্চাশোর্ধদের এমন হুজুগ দীর্ঘজীবী হোক। বন্ধুপত্নীরাও অনেকে মাঠে এসেছিলেন এই মুহূর্তগুলোর স্বাদ নিতে। প্রধান শিক্ষিকা, প্রাক্তন প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল বাড়তি পাওনা। অতিথিদের মধ্যে শৈলেন মান্নার কন্যা নীলাঞ্জনা থেকে দিলীপ যাদবরাও ছিলেন। টিব্যাকের যারা পরিশ্রম করে এই কান্ডটা ঘটিয়েছেন , তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সকলেই।

খেলায় হার জিত তো আছেই। ফাইনালে কারো মুখে হাসি ফুটবে, কেউ বা বিমর্ষ হবেন । কিন্তু জিতবে একজনই, প্রাক্তনীদের সংগঠন টি ব্যাক।

 

advt 19

 

Previous articleবিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় ১২ জনের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা
Next articleবোনের বিরুদ্ধে প্রচারে নামবেন না বাবুল, বিশ্বাস ভবানীপুরের বিজেপি প্রার্থীর