শহরের বুকে মোট তিনটি ক‍্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব

রাজারহাটে স্পোর্টস ক‍্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব( Eastbengal)। গতকাল ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এমনটাই জানান হল ক্লাবের পক্ষ থেকে। সূত্রের খবর কলকাতা( kolkata) শহরের বুকে মোট তিনটি  বিদেশী ক্লাবের আদলে স্পোর্টস ক‍্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গল।

শুক্রবার ছিল ইস্টবেঙ্গল ক্লাবের বার্ষিক সাধারণ সভা। সেখানে জানান হয় শহরে মোট তিনটি স্পোর্টস ক‍্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গল। একেবারে বিদশী আদলে ক‍্যাফে খুলতে চলেছে তারা। ইতিমধ্যে ক্যাফে তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তবে এখনই গোটা বিষয়টা সামনে আনতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। তাদের দাবি আগে ক্লাবে সংগ্রহশালার কাজ শেষ হবে তারপর ক‍্যাফে।

ইস্টবেঙ্গল ক্লাবে ইতিমধ্যেই রয়েছে একটি ক্যাফে। তবে কেন নতুন করে ক্যাফে করার চিন্তা ভাবনা করছে লাল-হলুদ ক্লাব?

এই নিয়ে ক্লাবের এক কর্তা বলেন, “শহরে মোট তিনটি ক‍্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের আয়ের ব্যাপারটাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আয় বাড়াতে হবে, নয়ত ক্লাব চালান কঠিন হবে। কতদিন অন্যদের সাহায্য নিয়ে আমরা চালাব। এবার আমাদেরও কিছু করা দরকার যাতে আর হাত পাততে না হয়।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleঅধিকৃত কাশ্মীর এখনই ছাড়ুক পাকিস্তান, রাষ্ট্রসঙ্ঘে কড়া বার্তা ভারতের
Next articleশুনানিতে মিঠুনের ডায়লগ: শুনলেন বিচারপতি, এজলাসে হাসির রোল