হোয়াটসঅ্যাপে গ্রুপে ISI হানা! প্রতিরক্ষা কর্তাদের সতর্ক করল আইবি

দেশের প্রতিরক্ষা মন্ত্রকের কর্মী ও সিএপিফ কর্মীদের জন্য সতর্কতা জারি করল ইন্টেলিজেন্স ব্যুরো (IB)। সূত্রের খবর, এই সকল ক্ষেত্রের কর্মীদের হোয়াটসআ্যাপ গ্রুপে যে কোনও সময়ে হানা দিতে পারে ISI এর সন্ত্রাসীরা। এর সঙ্গে অচেনা গ্রুপে জয়েন থাকলে সেখান থেকে বেরিয়ে আসার নির্দেশও দিয়েছে IB।

IB রিপোর্ট সূত্রে খবর, গোপন নথি হাতাতে নিরাপত্তা বাহিনীর কর্মীদের ফোন টার্গেট করছে আইএসআই। হোয়াটসআ্যাপ গ্রুপ বা বিভিন্ন অ্যাপ্লিকেশনে হানা দিয়ে গোপন ও জরুরী নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। এইজন্য অচেনা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপ থেকে সরে আসার নির্দেশ দিয়েছে তারা। আইবি এও জানিয়েছে যে অনেক বিদেশী কর্মীরা এই গ্রুপগুলিতে অনুপ্রবেশ করেছে, যা সুরক্ষার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে আগামী দিনে। পাশাপাশি, গোপন তথ্য হাতাতে সন্ত্রাসীরা ভারতীয় প্রতিরক্ষায় কর্মী সেজে থাকার ষড়যন্ত্র করছে বলে সতর্ক করেছে IB।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত বক্তব্য রেখে আটক মুফতি ইব্রাহীম

advt 19

 

Previous articleসোশ্যাল মিডিয়ায় বিতর্কিত বক্তব্য রেখে আটক মুফতি ইব্রাহীম
Next articleএবার উত্তরাখণ্ডে চিনের অনুপ্রবেশ, যাওয়ার সময় ভেঙে দিয়ে গেল ভারতের ব্রিজ