কী তাকে মানায়, কী তার পরা উচিত এসব নিয়ে সমালোচকদের বড় বেশি মাথা ব্যাথা। ক্যামেরার সামনে আসতেই এর আগেও তাঁকে বডি শেমিংয়ের (BodyShamming) শিকার হতে হয়েছে। তবে মুখে কিছু না বললেও মলদ্বীপের (Maldives) ছবিগুলি যে নায়িকার (Shubhasree) একেকটি জবাব তা নিয়ে আর কোনও সন্দেহ নেই। নায়িকার ফ্যাশন সেন্স যেন আরও একবার মনে করিয়ে দিয়েছে কনফিডেন্সই আসল। যে কোনও পোশাক, যিনি পরছেন তিনি কমফর্টেবল কি না, তিনি কী ভাবে ক্যারি করছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ।

বাঙালি বউ, হাতে নোয়া, সোনা, তার সঙ্গে আবার ব্রা-লেট!’ মলদ্বীপ থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছবি আপলোড করতেই যেন মন্তব্যের ঝড় উঠে আসতে শুরু করেছিল । চলছিল লাগাতার বডিশেমিং। কিন্তু সে সব কিছুকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছেন না শুভশ্রী । উল্টে স্বামী- পুত্রকে নিয়ে সমুদ্রস্নানে মেতে আছেন তাই জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়াতে।