Wednesday, November 5, 2025

রুটিন মেনে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্তর

Date:

Share post:

পরপর টানা চারদিন বাড়ল জ্বালানির মূল্য। উৎসবের মরসুমে ক্রমাগত আঁকাশছোয়া হয়ে উঠছে পেট্রোল-ডিজেলের দাম। তাতেই পকেটে টান পড়েছে মধ্যবিত্তদের। দুর্গাপুজোয় ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, ঠাকুর দেখাও লাটে ওঠার জোগাড়। শুক্রবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়ে ১০৪টাকা ২৩ পয়সা হল। থেমে নেই ডিজেলের দামও। আজ প্রতি লিটারে ৩৫ পয়সা বেড়ে ডিজেলের নয়া দাম ৯৫ টাকা ২৩ পয়সায় দাঁড়াল।করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে, সেই সময় ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের।

আরও পড়ুন:উৎসবের মরসুমে কড়া সতর্কবার্তা দিল স্বাস্থ্য মন্ত্রক

কলকাতা ছাড়াও দেশের অনান্য মহানগরীগুলিতেও পেট্রোলের দামে রেকর্ড গড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা বেড়েছে। রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৩ টাকা ৫৪ পয়সা। ডিজেলের দাম দিল্লিতে ৩৫ পয়সা বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯২.১২ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ১০৯.৫৪ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৯.৯২ টাকা।চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ১০১.০১ টাকা। ডিজেলের দাম হয়েছে ৯৬.৬০ টাকা। গত ১১ দিনে পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৩৫ টাকা বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে সাড়ে তিন টাকা।বিধানসভার ভোটের পর ফের একবার জ্বালানির দাম বৃদ্ধি দৈনিক রুটিন হয়ে দাঁড়িয়েছে। একদিকে উৎসবের মরসুম অন্যদিকে অতিমারীর প্রকোপ- এমতাবস্থায় জ্বালানির বেলাগাম দামবৃদ্ধিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মানুষ।করোনার কারণে যখন দেশের অর্থনীতির হাল বেহাল, কাজ হারিয়েছেন বহু মানুষ, তখন ক্রমাগত জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

advt 19

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...