Saturday, August 23, 2025

রুটিন মেনে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্তর

Date:

Share post:

পরপর টানা চারদিন বাড়ল জ্বালানির মূল্য। উৎসবের মরসুমে ক্রমাগত আঁকাশছোয়া হয়ে উঠছে পেট্রোল-ডিজেলের দাম। তাতেই পকেটে টান পড়েছে মধ্যবিত্তদের। দুর্গাপুজোয় ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, ঠাকুর দেখাও লাটে ওঠার জোগাড়। শুক্রবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়ে ১০৪টাকা ২৩ পয়সা হল। থেমে নেই ডিজেলের দামও। আজ প্রতি লিটারে ৩৫ পয়সা বেড়ে ডিজেলের নয়া দাম ৯৫ টাকা ২৩ পয়সায় দাঁড়াল।করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে, সেই সময় ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের।

আরও পড়ুন:উৎসবের মরসুমে কড়া সতর্কবার্তা দিল স্বাস্থ্য মন্ত্রক

কলকাতা ছাড়াও দেশের অনান্য মহানগরীগুলিতেও পেট্রোলের দামে রেকর্ড গড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা বেড়েছে। রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৩ টাকা ৫৪ পয়সা। ডিজেলের দাম দিল্লিতে ৩৫ পয়সা বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯২.১২ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ১০৯.৫৪ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৯.৯২ টাকা।চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ১০১.০১ টাকা। ডিজেলের দাম হয়েছে ৯৬.৬০ টাকা। গত ১১ দিনে পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৩৫ টাকা বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে সাড়ে তিন টাকা।বিধানসভার ভোটের পর ফের একবার জ্বালানির দাম বৃদ্ধি দৈনিক রুটিন হয়ে দাঁড়িয়েছে। একদিকে উৎসবের মরসুম অন্যদিকে অতিমারীর প্রকোপ- এমতাবস্থায় জ্বালানির বেলাগাম দামবৃদ্ধিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মানুষ।করোনার কারণে যখন দেশের অর্থনীতির হাল বেহাল, কাজ হারিয়েছেন বহু মানুষ, তখন ক্রমাগত জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

advt 19

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...