দলেরই নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতারি এড়াতে পুজোয় “চুপি চুপি” হাইকোর্টে কৈলাশ

যৌন নির্যাতন মামলায় গ্রেফতারি এড়াতে উৎসবের মরশুমে এবার কার্যত চুপি চুপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় এবং আরও দুটি নেতা। জানা গিয়েছে, আগাম জামিন চেয়ে আবেদন জানিয়েছেন তাঁদের আইনজীবীরা। আবেদনের দ্রুত শুনানির আরজি জানিয়ে আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ হন তাঁরা। বিজেপি নেতৃত্বের আবেদন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি। আগামিকাল বুধ অথবা বৃহস্পতিবার এই তিন বিজেপি নেতার আবেদনের শুনানি হতে পারে।

প্রসঙ্গত, ২০১৮ সালে গেরুয়া শিবিরের এক প্রভাবশালী নেত্রীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে। নাম জড়ায় প্রদীপ যোশী ও জিষ্ণু বসুরও। পুলিশে অভিযোগ দায়ের করেন বিজেপির ওই নেত্রী। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্তও। এরপরই তিন বিজেপি নেতার গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়। আর সেই গ্রেফতারি এড়াতে এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিন নেতার আইনজীবী।

আরও পড়ুন- রকমারি ইলিশের পদ, কচি পাঁঠার ঝোল!‌ আপনার বাড়িতে যেভাবে পৌঁছে যাবে সরকারি রান্না

advt 19

 

 

 

Previous articleরকমারি ইলিশের পদ, কচি পাঁঠার ঝোল!‌ আপনার বাড়িতে যেভাবে পৌঁছে যাবে সরকারি রান্না
Next articleবাজি পোড়ানো থেকে কলা বউ স্নান, সপ্তমীতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রাজ্যবাসী