লক্ষ্য ৪-০, ২৩ অক্টোবর থেকে উপনির্বাচনের প্রচার শুরু অভিষেকের

রাজ্যের উপনির্বাচনগুলিকেও হালকা ভাবে নিতে রাজি নয় শাসকদল। কালীপুজোর আগেই ৩০ অক্টোবর বাংলার ৪ কেন্দ্রে উপনির্বাচন। আর লক্ষ্মী পুজোর পরে তার প্রচারে এবার ঝাঁপাতে চলেছে তৃণমূল। ২০২১-এর বিধানসভা ভোটে বিরাট সাফল্যের পরে চার কেন্দ্রর উপনির্বাচনেও জয় ছিনিয়ে নিতে চায় শাসকদল। ঝাঁঝ বাড়াতে প্রচারে নামছেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২৩ অক্টোবর থেকে প্রচার শুরু করছেন অভিষেক

তৃণমূল সূত্রে খবর,
২৩ অক্টোবর: খড়দহ ও গোসাবা
২৫ অক্টোবর: দিনহাটা
২৬ অক্টোবর: শান্তিপুর
প্রচার করবেন তৃণমূল সাংসদ।

এর আগে একটি উপনির্বাচন এবং দুটি কেন্দ্রের নির্বাচনে তিন-শূন্যে জয়ী হয়েছে শাসকদল।
এবারের উপনির্বাচনে চার-শূন্য করার লক্ষ্য নিয়েই ভোট প্রচারে নামছে তারা। ভবানীপুর (Bhawanipur) উপনির্বাচনেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) হয়ে প্রচারে নেমেছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, রেকর্ড ভোটে জিতবেন তৃণমূল সুপ্রিমো। বাস্তবে তাই হয়েছে। এবার বাকি কেন্দ্রগুলিতেও বিপুল ভোটে জয়ের টার্গেট নিয়ে ২৩ অক্টোবর থেকে উপনির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

advt 19

 

Previous articleNRC-র সমর্থন আর কুমিল্লাকাণ্ডের প্রতিবাদ! ‘ভন্ডদের’ তুলোধনা কৃশানুর
Next articleনিম্নচাপের জেরে আরও দু’দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস