প্রাকৃতিক বিপর্যয়ে বারবার ক্ষতিগ্রস্ত সুন্দরবন, স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি অভিষেকের

আইলা, ফণি, বুলবুল, যশ! বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া প্রতিটি ঝড় বারবার কাঁদিয়ে যায় সুন্দরবনের মানুষকে। প্রতিবছর বাঁধ ভেঙে বন্যা কবলিত হয় সুন্দরবন সংলগ্ন এলাকা গুলি। গৃহহারা হন হাজার হাজার মানুষ। বছরের পর বছর ধরে চলতে থাকা সুন্দরবনবাসীর এই সমস্যার এবার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

উপ-নির্বাচন উপলক্ষে শনিবার গোসাবায় সুব্রত মন্ডলের সমর্থনে প্রচারে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিজেপিকে তোপ দাগার পাশাপাশি সুন্দরবনবাসীর দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন অভিষেক। পাশাপাশি বিজেপিকে তোপ দেগে তিনি আরো বলেন, “বিধানসভা নির্বাচনের সময়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ২ লক্ষ কোটি টাকা সুন্দরবনকে দেবেন। অথচ এখন বাবুদের আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সুন্দরবনের প্রতিবছর ঝড় হয়, বিপুল ক্ষতি হয়। এই সমস্যার স্থায়ী সমাধান আমরা করব। আমরা যা বলি তা করি। বিজেপির ১৫ লক্ষ টাকা কেউ পাননি, কিন্তু মমতার প্রতিশ্রুতি মত লক্ষ্মীর ভান্ডারের টাকা সবাই পেয়েছেন।” বলার অপেক্ষা রাখে না শনিবার গোসাবায় অভিষেকের এই প্রতিশ্রুতির পর আশায় বুক বাঁধছেন সুন্দরবনের মানুষ।

advt 19

 

Previous articleট্রেনের ধাক্কায় বেলঘড়িয়ায় মৃত দুই যুবক, ছিনতাইবাজের ধাক্কায় ট্রেন থেকে পড়ে আহত ১
Next articleপাকিস্তানের বিরুদ্ধে চাপমুক্ত থেকে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চান বিরাট কোহলিরা